ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি থেকে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী বহিষ্কার

প্রকাশিত: ০৪:০১, ৫ জুন ২০১৭

ঢাবি থেকে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী বহিষ্কার

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ের বিজয় একাত্তর হলে নৃ-বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মোঃ ইসমাইল আহমেদ মুবিনকে তুচ্ছ কারণে মারধর করার ঘটনায় ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয় শাখা সহ-সভাপতিসহ সংগঠনটির পাঁচ নেতাকর্মীকে বিশ^বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম আমজাদ আলী জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিজয় একাত্তর হলে বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মৌখিকভাবে উপাচার্য এ অনুমোদন দিয়েছেন। লিখিতভাবে বহিষ্কারের কিছু প্রক্রিয় বাকি আছে। বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সহ-সভাপতি ও ভাষা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আরিফুল ইসলাম আরিফ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের কাজী তানভীর আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের সামচিতা ব্রীজ প্রান্ত, আইন বিভাগের তৃতীয় বর্ষের আহসান হাবিব সজীব, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আবু ইউনুস। শিশুর সার্বিক বিকাশে ৬১ হাজার বাবা মাকে প্রশিক্ষণ দেবে সরকার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, শূন্য থেকে ৫ বছরের মধ্যে শিশুর ৮০ শতাংশ বিকাশ সাধিত হয়। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে গর্ভবতী হওয়ার পরপরই শিশুর যতœ নিতে হবে। তিনি বলেন, মা-বাবা যদি কিছু নিয়ম ও অভ্যাস সম্পর্কে জানে তাহলে অনেক ক্ষেত্রেই শিশুকে অটিজমসহ অনেক জটিল সমস্যা থেকে রক্ষা করা যায়। তিনি বলেন, এ লক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে সূচনা ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় ৬১ হাজার ৮০০ জন বাবা-মাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। তিনি রবিবার রাজধানীর কাওরান বাজারে বিকেএমইএর মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত গর্ভ হতে ৫ বছর বয়স পর্যন্ত শিশুর বিকাশে জীবন দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচীর অধীন বিকেএমইএর ৩০ জন কর্মকর্তার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভ্রুন থেকে মানব শিশুর বিকাশ শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু প্রমুখ। -বিজ্ঞপ্তি
×