ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এবার ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে এক হাজার ৪৩ পণ্যে

প্রকাশিত: ০৪:০০, ৫ জুন ২০১৭

এবার ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে এক হাজার ৪৩ পণ্যে

রহিম শেখ ॥ ছিল ৫৩৬ পণ্য। ২৮৫০ পণ্যের মধ্যে অর্থমন্ত্রী এবার ভ্যাট অব্যাহতি দিয়েছেন এক হাজার ৪৩ পণ্যে। জানা গেছে, বহুল আলোচিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইন-২০১২ আগামী ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত নতুন আইনে পণ্য ও সেবা বিক্রির ওপর অভিন্ন ১৫ শতাংশ হারে একক ভ্যাট বহালের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অভিন্ন ভ্যাট হার ১৫ শতাংশ বহাল রাখা হলেও বিপুল সংখ্যাক পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতির ঘোষণা এসেছে। সেই সঙ্গে ভ্যাট অব্যাহতির সীমাও বাড়ানো হয়েছে। এর মাধ্যমে ভ্যাট আইনে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। বলা হয়েছে, নতুন আইনে ভ্যাট আদায়ের বিস্তার বাড়বে। এ বিষয়ে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, আগামী ২ বছরে ভ্যাট রিটার্ন প্রদানকারী নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬০ হাজারে উন্নীত হবে। এজন্য নতুন ভ্যাট আইনের পদ্ধতি আরও সহজ করার কয়েকটি প্রস্তাবনাও দেয়া হয়েছে। ভ্যাট অব্যাহতির ঘোষণা দিতে গিয়ে বাজেট বক্তব্যে অনেক বেশি মানবিক হওয়ার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, বিদ্যমান ১৯৯১ সালের আইনে মাত্র ৫৩৬টি পণ্যে ভ্যাট অব্যাহতি ছিল। নতুন আইন কার্যকর করতে গিয়ে ওই সংখ্যা বাড়িয়ে এক হাজার ৪৩ করা হয়েছে। ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে চাল, ডাল, মুড়ি, চিঁড়া, চিনি ও আখের গুড়, মাছ, মাংস, তরল দুধ, প্রাকৃতিক মধু, বার্লি, ভুট্টা, গম ও ভুট্টার তৈরি সুজি, লবণসহ ৫৪৯টি পণ্যে। বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আলুর মতো সবজিকে পণ্য হিসেবে গণ্য করে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। ৯৩ ধরনের জীবনরক্ষাকারী ওষুধ, গণপরিবহন সেবা, জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবা, শিক্ষা ও প্রশিক্ষণের ওপর ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া কৃষি, গবাদিপশু ও মৎস্য চাষ খাতের প্রায় ৪০৪টি ক্ষেত্রে অব্যাহতি দেয়া হয়েছে। কীটনাশক, আগাছানাশক ও ছত্রাকনাশক পণ্য ধরে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। বাজেট পর্যালোচনায় দেখা গেছে, অর্থমন্ত্রী যেসব পণ্যকে মৌলিক খাদ্য তালিকায় ফেলে ভ্যাট অব্যাহতি সুবিধা দেয়ার কথা বলেছেন, সেসবের মধ্যে রয়েছে জীবন্ত ঘোড়া, গাধা, খচ্চর ও ঘোটক, জীবন্ত গবাদিপশু, জীবন্ত ছাগল, ভেড়া, পাতি হাঁস, হংসী, টার্কিসহ বিভিন্ন জীবন্ত পক্ষি, হাঁস-মুরগির মাংস বা নাড়ি-ভুঁড়ি। আমদানি ও সরবরাহ উভয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির তালিকায় রাখা হয়েছে ২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতিত কাঁটা ছাড়ানো মাছ এবং মাছের অন্যান্য মাংস (কিমাকৃত হোক বা না হোক) তাজা, ঠা-া বা হিমায়িত। ভ্যাট অব্যাহতির তালিকায় রাখা হয়েছে মাছের গুঁড়া, যা সাধারণের কাছে অপরিচিত একটি পণ্য। শামুক ও কাঁকড়া বাদে জলজ অমেরুদ-ী প্রাণী আমদানি-সরবরাহ পর্যায়েও এ সুবিধা রাখা হয়েছে। বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আলুর মতো সবজিকে পণ্য হিসেবে গণ্য করে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এইচএস কোড অনুযায়ী একেকটি সবজিকে একেকটি পণ্য হিসেবে গণনা করে অব্যাহতিপ্রাপ্ত পণ্যের তালিকা লম্বা করা করা হয়েছে। তবে সবজির তালিকায় আজগুবি পণ্যও রাখা হয়েছে। এসবের মধ্যে রয়েছে শুকনা শাক-সবজি, জেরুজালেম ডাঁটাগাছ, সাগু তরুমজ্জা, ডুমুর ও গাব। মসলায় আড়াই কেজি পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেয়া হলেও সম্পূরক শুল্ক বসানো হয়েছে। আমদানি ও সরবরাহ পর্যায়ে ভ্যাট অব্যাহতির তালিকায় রাখা হয়েছে কন্দ, কন্দযুক্ত মূল, করসম, ক্রাউন্স, জীবন্ত উদ্ভিদ, প্রাকৃতিক গাম, রজন ও সুগন্ধ বৃক্ষ নির্যাস, শাকসবজির রস, জালি কাঠ, গুঁড়ি, গাছের ডাল, কাঠের গুঁড়ি ও কাঠের বর্জ্য, অমসৃণ কাঠ, গাছের ছাল, চেরাই কাঠ। প্রস্তাবিত বাজেটে সব ধরনের শস্য ও সবজি বীজ, ফলের বীজ থেকে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এ তালিকায় রাখা রয়েছে খাদ্যশস্যের খড়কুটা ও খোসা, পশুখাদ্যের জন্য ব্যবহৃত গাছের মূল, চীনাবাদামের খৈল, তুলা বীজের খৈল, তিসির খৈল, সূর্যমুখীর খৈল, সরিষার খৈলসহ বিভিন্ন বীজের খৈল অব্যাহতির তালিকায় আছে উদ্ভিদের ভুসি, তুষ এবং পশুখাদ্য হিসেবে ব্যবহৃত সবজির অবশিষ্টাংশও।
×