ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৫, ৫ জুন ২০১৭

টুকরো খবর

কানাইঘাটে সুরমা ডাইকে ভাঙ্গন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কানাইঘাট পৌরসভার ডালাইচর ও সদর ইউনিয়নের গৌরিপুর, কান্দেবপুর সুরমা ডাইকে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। শনিবার ভোর রাতে গৌরিপুর সুরমা ডাইকের বড় অংশ একেবারে ভেঙ্গে গিয়ে তীব্র বেগে সুরমা নদীর পানি প্রবেশ করায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। ভাঙ্গন প্রক্রিয়া অব্যাহত থাকলে ডাইক দিয়ে তীব্র বেগে পানি প্রবেশ করে কানাইঘাট পৌর শহর, উপজেলা প্রশাসন, ডালাইচর, গৌরিপুর, কুওরঘড়ি, কান্দেবপুর, লক্ষীপ্রসাদ, বিষ্ণুপুর, রায়গড়, চাউরাসহ ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ও ৬নং সদর ইউপির বড় অংশ পানির নিচে তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে। এদিকে ডালাইচর, গৌরিপুর, সুরমা ডাইক সড়কের প্রায় দেড় কিলোমিটারের মধ্যে গৌরিপুর ডাইকের অংশ পুরোপুরি ভেঙ্গে গিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হওয়ায় ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড রবিবার সেখানে কাজ শুরু করেছে। ভাঙ্গনের খবর পেয়ে শনিবার বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শহিদুল ইসলাম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম, ভাঙ্গন কবলিত গৌরিপুর সুরমা ডাইক সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড সিলেটকে নির্দেশও দিয়েছেন। তিনি বলেন গৌরিপুর-সুরমা ডাইকের ভাঙ্গন কবলিত এলাকা রক্ষায় দ্রুত সেখানে বাঁশের গড় দিয়ে এবং বালুর বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জানান, প্রায় দেড় মাস পূর্বে কান্দেবপুর ও গৌরিপুর সুরমা ডাইকে ভাঙ্গন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ভাঙ্গন ঠেকাতে ১৫ লাখ টাকা প্রাথমিকভাবে বরাদ্দ দেয়ার পরও কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করায় ভাঙ্গন প্রতিরোধ ঠেকানো যায়নি। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে অনিয়ম নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ জুন ॥ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে নাম বাদ দিয়ে অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে। এমন ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে রবিবার দুপুরে প্রতিবাদ সমাবেশ করেছে তালিকায় বাদ পড়া মুক্তিযোদ্ধারা। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আনছারী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসন, মুক্তিযোদ্ধা তাছের আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে মুক্তিযোদ্ধা তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবি জানান। টর্নেডোর আঘাতে শতাধিক বাড়ি বিধ্বস্ত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ জুন ॥ টর্নেডোর আঘাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ফকিরপাড়া, সোনারপাড়া, বটতলা ও বাদাপাড়াসহ আশপাশের গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই টর্নেডো আঘাত হানে। এদিকে টর্নেডোর আঘাতে ৩৩ কেভি বৈদ্যুতিক খুঁটিসহ জেলার বিভিন্ন স্থানে খুঁটি ভেঙ্গে পড়ে তার ছিঁড়ে পড়ায় বন্ধ রয়েছে জেলার অধিকাংশ এলাকার বিদ্যুত সংযোগ। ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার রাতে আকস্মিকভাবে আঘাত হানে টর্নেডো। ওই সময় ঝড় ও শিলাবৃষ্টিও হয়। এক মিনিটেরও কম সময় চলা ওই টর্নেডোর আঘাতে ল-ভ- হয়ে যায় ঘরবাড়ি, উপড়ে পড়ে বিভিন্ন ধরনের গাছগাছালি। ঘর ও গাছচাপা পড়ে আহত হয় মানুষসহ গবাদী পশু। ঈশ্বরদী ইপিজেডে শ্রমিক বিক্ষোভ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী ইপিজেডের এ এ্যান্ড এ ট্রাভেলিং গুডস বিডি লিমিটেডের শ্রমিকরা ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে রবিবার দুপুরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, শ্রমিক রুহুল আমিন, মুরাদ হোসেন, জীবন হোসেন, নমনী খাতুন, চামেলি খাতুন, সাদিয়া বেগম, জিনিয়া ও মিনা খাতুন। বক্তারা বলেন, গত ছয় মাস থেকে মালিকপক্ষ বেতন বন্ধ করে রেখেছে। বেতন দাবি করলেও নানা অজুহাত দেখিয়ে বেতন দেয়া হচ্ছে না। রবিবার শ্রমিকরা বেতন দাবি করলে উল্টো বেপজার ডেপুটি ম্যানেজার তারেক ও কাউন্সিলর সরওয়ার শ্রমিকদের মাথা ছেটে দেয়াসহ পুলিশ দিয়ে নির্যাতন করার হুমকি দিয়েছে। শ্রমিকরা আরও বলেন, প্রকৃত ঘটনা হলো ফ্যাক্টরি মালিকের সঙ্গে ঈশ্বরদী ইপিজেডের দায়িত্বশীল কর্মকর্তাদের অবৈধ অর্থ লেনদেনের সম্পর্ক রয়েছে। এ কারণে এসব কর্মকর্তা শ্রমিক স্বার্থবিরোধী কাজে জড়িত হয়ে একদিকে শ্রমিকদের ক্ষতি করছে। অন্যদিকে ইপিজেডকে দিন দিন বন্ধ হওয়ার ঝুঁকির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ জুন ॥ নগরকান্দা উপজেলায় দুটি ঘটনায় নানার বাড়িতে বেড়াতে এসে লিমন হোসেন (৮) ও সানজিদা আক্তার (৩) নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনা দুটি ঘটেছে রবিবার বেলা ১১টার দিকে। জানা গেছে, কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে বাড়ির পাশে সুলনা খালের পাড়ে খেলা করার সময় রবিবার বেলা ১১টায় খালের পানিতে পড়ে লিমন হোসেন। লিমন ইকবাল হোসেনের ছেলে। অন্যদিকে পৌর এলাকার মিরাকান্দা গুচ্ছগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে বেলা ১১টায় বাড়ির পাশের কুমার নদের পানিতে পড়ে সানজিদা আক্তার। সানজিদা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের শেখরকান্দি গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। টর্নেডো ক্ষতিগ্রস্ত এলাকায় চাল বরাদ্দ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৪ জুন ॥ টর্নেডোয় ক্ষতিগ্রস্ত নেত্রকোনার আটপাড়া ও মদন উপজেলায় ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে জেলা প্রশাসন। রবিবার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান এ তথ্য জানান। জেলা প্রশাসক জানান, আটপাড়া উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ১০ মেট্রিক টন এবং মদন উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা নিরূপণ শেষে দ্রুত সময়ের মধ্যে এসব চাল বিতরণ করা হবে। এছাড়া মদন উপজেলার কদমশ্রী গ্রামে নিহত নূর নাহারের পরিবারকে ১০ হাজার টাকা এবং বিভিন্ন স্থানে আহত সাতজনকে পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পৌর ভবনের কাজ শুরু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ জুন ॥ অবশেষে বাউফল পৌরসভার ৪ তলা ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। কোহিনূর এন্টার প্রাইজ নামের একটি জয়েন্টভেঞ্চার ঠিকাদারিপ্রতিষ্ঠান রবিবার থেকে নির্মাণকাজ শুরু করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হচ্ছে। প্রায় ১০ বছর আগে পৌরসভার নিজস্ব ভবন নির্মাণের জন্য ওই মন্ত্রণালয় থেকে প্রায় ১ কোটি বরাদ্দ দেয়া হলেও জায়গার অভাবে ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। ২০০১ সাল থেকে ভাড়া বাসায় পৌরসভার অফিস পরিচালিত হয়ে আসছে। ২০১২ সালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক জিয়াউল হক জুয়েল বাউফল পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। তিনি ব্যক্তিগতভাবে পৌরসভার নামে জমি দান করেন। পুলিশ বক্স ভাংচুর নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৪ জুন ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা পরিষদ সুপার মাকের্টের দোকান কর্মচারীকে পেটানোর অভিযোগে পুলিশ বক্স ভাঙচুর করেছে বিক্ষুব্ধ দোকান কর্মচারীরা। এ নিয়ে কর্মচারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল ১০টার দিকে আল-আমিন নামে দোকান কর্মচারী সুপার মার্কেটে তার দোকানে যাবার সময় পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কনস্টেবলের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে ধাক্কাধাক্কি হয় ও পরে তা হাতাহাতিতে রূপ নেয়। কর্মচারীরা অভিযোগ করে, পুলিশ ওই দোকান কর্মচারী আল-আমিনকে বেধড়ক মারধর করেছে। এ ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ কর্মচারীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে। এ ঘটনায় দুপুর ১২টা পর্যন্ত পুলিশের সঙ্গে কর্মচারীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আসন্ন ঈদ উপলক্ষে মার্কেটের সামনে নির্মিত পুলিশ বক্স ভাঙচুর করে কর্মচারীরা। অনিয়মের অভিযোগে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ জুন ॥ নগরকান্দা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেনÑ যুদ্ধকালীন কমান্ডার আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, নজরুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি নগরকান্দায় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম কোন নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। যাচাই-বাছাই নীতিমালা উপেক্ষা করে টাকার বিনিময়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বেশকিছু মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ জুন ॥ টাঙ্গাইলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে মানববন্ধন করছে ভুক্তভোগী জনসাধারণ। রবিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে “ভুক্তভোগী টাঙ্গাইলবাসী”র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকরিজীবী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন নিজ উদ্যোগে হারিকেন, চার্জার লাইট, তাল পাখা ও ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানায়। মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, টাঙ্গাইলে বিদ্যুতের ঘাটতি না থাকার পরও বিদ্যুত অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে বর্তমানে ভয়াবহ বিদ্যুত বিপর্যয়ের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সেহেরি এবং ইফতারের সময়ও লোডশেডিং থাকে। লোডশেডিংয়ের কারণে ভয়াবহ দুর্ভোগে পড়েছে সকল বয়সী মানুষ। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানানো হয়। যদি এই সময়ের মধ্যে বিদ্যুত পরিস্থিতি সহনীয় পর্যায়ে না হলে বিদ্যুত অফিস ঘেরাও ও টাঙ্গাইল অচল করে দেয়ার আলটিমেটাম দেন ভুক্তভোগী জনসাধারণ। মানববন্ধন শেষে টাঙ্গাইল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নির্বাচন শেষে ভোট গণনাকালে হামলা, সংঘর্ষ ও ব্যালট পেপার লুটপাটের পর বন্ধ হয়ে যাওয়া রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের এবার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কামাল হোসেন রবিকে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। এ সময় মহানগর আওয়ামী লীগ সহসভাপতি মাহফুজুল আলম লোটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও উপপ্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ লেমন, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী উপস্থিত ছিলেন। হবিগঞ্জের ত্রাস রাসেল গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৪ জুন ॥ চুনারুঘাটসহ আশপাশ এলাকার ত্রাস হিসেবে পরিচিত রাসেল মিয়া এখন র‌্যাবের খাঁচায় বন্দী। সে চন্দনা গ্রামের বাসিন্দা। শনিবার মধ্যরাতে শ্রীমঙ্গলের র‌্যাব-৯-এর এডি জে,এম ইমরানের নেতৃত্বে একটি টিম সংশ্লিষ্ট উপজেলা সদরে ঝটিকা অভিযান চালিয়ে ওই দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশাসনিক দাপট খাটানোসহ সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের নানাবিধ অভিযোগ রয়েছে।
×