ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাবেক ইউপি সদস্যের পাশে ডিসি

প্রকাশিত: ০৩:৫৫, ৫ জুন ২০১৭

সাবেক ইউপি সদস্যের পাশে ডিসি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৪ জুন ॥ ভিক্ষার পথ বেছে নিয়ে জীবন কাটানো সাবেক ইউপি সদস্য গোফুরোন্নেছার পুনর্বাসনে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। রবিবার জেলা প্রশাসক রেখা রানী বালো গোফুরোন্নেছাকে একটি থাকার ঘর ও একটি দোকান করার জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন। জেলা প্রশাসনের কার্যালয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা সাবেক ইউপি সদস্য গোফুরোন্নেছাকে হাজির করলে জেলা প্রশাসক রেখা রানী বালো এ ঘোষণা দেন। এ সময় জেলা প্রশাসক তাকে নগদ অর্থ সহায়তাও দেন। চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের জোরাল শেখের মেয়ে গোফুরান্নেছা। ৩০ বছর পূর্বে তিনি স্বামীকে হারান। নিঃসন্তান গোফুরোন্নেছা ১৯৮৭ সালে পাশর্^ডাঙ্গা ইউপি নির্বাচনে পুরুষ প্রার্থীদের সঙ্গে লড়াই করে সাধারণ সদস্য পদে নির্বাচিত হন। গত দুই বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গচ্ছিত যা কিছু ছিল সবকিছু বিক্রি করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা করাতে গিয়ে সবকিছু বিক্রি করে সহায়-সম্বলহীন হয়ে পড়েন। নিহত ১৭ জেলে পরিবারকে অনুদান নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৪ জুন ॥ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিহত সতেরো জেলে পরিবারের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেকের মাঝে ৫০ হাজার টাকা করে সাড়ে আট লাখ টাকার সরকারী আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। রবিবার বিকেলের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। সদর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প পরিচালক মোঃ কামরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মহিব উল্লাহ, সিনিয়র সহকারী পরিচালক সুনীল চন্দ্র ঘোষ প্রমুখ। বরগুনায় হিজড়া প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৪ জুন ॥ বরগুনায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরগুনা জেলা সমাজসেবার উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলাম। এ সময় বক্তব্য রাখেন, বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্বাস হোসেন মন্টু, প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন মিরাজ প্রমুখ।
×