ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ত্রীসহ জোড়া খুনের দায়ে স্বামীর ফাঁসি

প্রকাশিত: ০৩:৫৪, ৫ জুন ২০১৭

স্ত্রীসহ জোড়া খুনের দায়ে স্বামীর ফাঁসি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে স্ত্রী ও এক মাদ্রাসা ছাত্রকে হত্যার দায়ে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে ফাঁসির দ-াদেশ দিয়েছে আদালত। হত্যাকা-ের প্রায় ১৬ বছর পর রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন। দ-প্রাপ্ত আবুল কালামকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আসামি পলাতক থাকায় বিচারক তার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আবুল কালাম মোরেলগঞ্জের গুলিশাখালী গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে। জমিজমা বিরোধে বাবা ও ভাইদের ফাঁসাতে স্ত্রীকে হত্যা করে আবুল কালাম। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শরৎচন্দ্র মজুমদার বলেন, গুলিশাখালী গ্রামের আবুল বাশারত হাওলাদারের ছেলে মশিউর রহমান এই গ্রামের আবুল কালামের বাড়িতে থেকে পড়াশোনা করত। ২০০১ সালের ৭ অক্টোবর রাতে আবুল কালাম তার স্ত্রী সুলতানা ইয়াসমিনকে ধারালো দা দিয়ে কোপাতে শুরু করে। এ সময় ঘরে থাকা মশিউর তা দেখে ঠেকাতে গেলে গৃহকর্তা আবুল কালাম দা দিয়ে তার মাথা ও ঘাড়ে কোপ দেয়। এতে আবুল কালামের স্ত্রী সুলতানা ইয়াসমিন (২৫) এবং ওই বাড়িতে থেকে স্থানীয় গুলিশাখালী হাফিজিয়া মাদ্রাসায় পড়া মশিউর রহমান (১২) ঘটনাস্থলেই মারা যান। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আবুল কালামের শিশুসন্তান পুলিশকে বলে তার বাবা তার মাকে হত্যা করেছে। ওই শিশুর ভাষ্য অনুযায়ী পরদিন সকালে হত্যায় ব্যবহার করা ধারালো দা উদ্ধার হয়। তখন পুলিশ আবুল কালামকে আটক করে। আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১৫ পটুয়াখালীতে স্কুল কমিটি গঠন নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৪ জুন ॥ সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলা ভাইস চেয়ারম্যান মনির খান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মৃধা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিক হাওলাদার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ, আরিফুল ইসলাম, রিয়াদ হোসেন এবং বিবদমান গ্রুপের থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ কবির মৃধাসহ সাত থেকে আট জনকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×