ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজে সংঘর্ষে আহত ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৪, ৫ জুন ২০১৭

বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজে সংঘর্ষে আহত ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ জুন ॥ বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) ছাত্রদের অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত মাসুম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি ওই কলেজের ১ম বর্ষের ছাত্র এবং কালিহাতী উপজেলার বাড্ডা গ্রামের হযরত আলীর ছেলে। এ খবর বিটেক ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিটেক কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সোসাইটি অব বিটেক স্টুডেন্ট (এসবিএস) নামে অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার জন্য শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সভা আহ্বান করে। কমিটির পদ-পদবি নিয়ে কলেজের প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থী মাসুম ও আশরাফুল মারাত্মক আহত হন। বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড. আতাউল ইসলাম জানান, ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। বাজেটে করের বোঝা চাপানোর প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বাজেটে করের বোঝা জনগণের কাঁধে চাপানো হয়েছে, বাজেটের এ কর প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রবিবার সকালে বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, ১ লাখ ১২ হাজার কোটি টাকার ঘাটতি বাজেট ও ঘাটতি পূরণে দেশী-বিদেশী ঋণ গ্রহণ এবং তার সুদ পরিশোধের বোঝা জনগণের ওপর চাপানোসহ কালো টাকা সাদা করার সুযোগ এবারও রাখা হয়েছে।
×