ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

বরিশালে দুই গরু ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৩:৫৪, ৫ জুন ২০১৭

বরিশালে দুই গরু ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় রবিবার ভোরে দুটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপার উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মৃত আদম আলী শেখের পুত্র জেহের আলী (৪৫) ও একই উপজেলার উত্তর মীর্জাপুর গ্রামের আলাউদ্দিন শেখের পুত্র নুরুল ইসলাম ওরফে নুরু শেখ (৩৮)। গুরুতর আহত অপর গরু ব্যবসায়ী মাসুদ বিশ্বাস, জহিরুল ইসলাম, অরুণ মিয়া, মোহাম্মদ আলী খান, মতলেব শেখ ও হাবিব শেখকে গৌরনদী হাসপাতালে চিকিৎসা দিয়ে রবিবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লক্ষ্মীপুরে আরোহী নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, জকসিন বাজারে রায়পুর-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামছুর রহমান শিপন (৪০) নামে ব্যবসায়ী নিহত হয়েছে। চন্দ্রগঞ্জের পাঁচপাড়া গ্রামের নুরুল আমিন খোকনের ছেলে নিহত শিপন। শনিবার রাতে মোটরসাইকেল যোগে তিনি অন্যান্য দিনের মতো বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আমতলীতে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা, থেকে জানান, আমতলী-পটুয়াখালী সড়কের ব্রিক ফিল্ডে রবিবার ভোরে এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পারভেজ সরদার পনি (৩৮) নিহত হয়েছে। চালকসহ ৬ জন আহত হয়। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এ্যাম্বুলেন্সটি আমতলী- পটুয়াখালী সড়কের ব্রিক ফিল্ডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পারভেজ সরদার পনি নিহত হয়। আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ॥ ভাংচুর নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ জুন ॥ আলফাডাঙ্গায় যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার, বিমানবাহিনীর সাবেক টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বকতিয়ার রহমানের বসত বাড়িতে প্রতিপক্ষ হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। স্থানীয়রা জানান, অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বকতিয়ার রহমানের গ্রামের বাড়ি টগরবন্দ ইউনিয়ানের তিতুরকান্দি গ্রামে। একই গ্রামের শাহিন শেখের নেতৃত্বে ২৫-৩০ জন পূর্বশত্রুতার জের ধরে শনিবার গভীর রাতে হামলা চালায়। তারা ঘরের ফ্রিজ, শোকেস, খাট, আলমারি, টিভি, টেবিল ও ঘরবাড়ি ভাংচুর করে এবং গরু, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। হামলায় বাধা দেয়ায় সাহাবুদ্দিন নামে একজনকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। পরে সাহাবুদ্দিনকে উদ্ধার করে স্থানীয়রা কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করে। মুক্তিযোদ্ধা বকতিয়ার রহমান বলেন, আমার বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট চালানো হয়। দেশ স্বাধীন করেছিলাম কি এসব দেখার জন্য। আমি থানায় মামলা করার পর আমাকে হুমকি দেয়া হচ্ছে। ফের হামলা চালানোর হুমকিতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
×