ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেকুয়া বাজারে এলোপাতাড়ি গুলি ॥ আহত ১৪

প্রকাশিত: ০৩:৫২, ৫ জুন ২০১৭

পেকুয়া বাজারে এলোপাতাড়ি গুলি ॥ আহত ১৪

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়া বাজারে দুর্বৃত্তরা নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে স্কুল-কলেজ ছাত্র, ব্যবসায়ী ও পথচারীসহ ১৪ জন আহত হয়েছে। শনিবার রাতে মগনামা ফুলতলা বাজারে এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে। স্থানীয় খালেদ মোশারফ বলেন, আফজলিয়াপাড়ার এক ব্যক্তির সঙ্গে ফুলতলা বাজারের অপর এক ব্যক্তির কথা কাটাকাটির তুচ্ছ বিষয়ের জের ধরে এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ৩০-৩৫ রাউন্ড গুলি ছোড়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে দোকানপাটে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনির উল্লাহ বলেন, গুলিবিদ্ধ ও মারধরের আহত হয়ে ফুলতলা বাজার এলাকার জসিম উদ্দিন, ইসমু কাদের, আবু হানিফ, আব্দুল্লাহ, আজহার উদ্দিন, জুনাইদ, মোস্তাক আহমদ, মোঃ করিম, রাশেদ, শিহাব উদ্দিন, নজরুল ইসলাম, জুবাইরুল ইসলাম, আমির হোসেন ও মনিরুল ইসলাম বাবু নামে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুলিবিদ্ধ ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল বলেন, বাজারে উপস্থিত বহু মানুষের সামনে দুর্বৃত্তদের এমন তা-বে হতবাক হয়েছে স্থানীয়রা। দুর্বৃত্তদের প্রতিহত করতে পার্শ্ববর্তী গ্রামের নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। তিনি আরও বলেন, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের নির্দেশে আফজলিয়া পাড়া এলাকার ১৮-২০ সন্ত্রাসী অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে নেজাম উদ্দিনকে আটক করা হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে কিশোরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৪ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৮নং সেক্টরে বিদ্যুতস্পৃষ্ট প্রদীপ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত প্রদীপ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার নিয়ামতপুর এলাকার ওপেন রায়ের ছেলে। বঙ্গবন্ধুর ছবি বিকৃতকারী ইউএনও বদলি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে নানা বিতর্কের জন্ম দিয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার গাজী তারিক সালমন অবশেষে অন্যত্র বদলি হয়েছেন। তার বদলির খবরে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, চলতি বছরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচীর আমন্ত্রণপত্রের শেষের পাতায় বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে সর্বত্র বিলি করা হয়। ওই আমন্ত্রণপত্র হাতে পাওয়ার পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সর্বত্র নিন্দার ঝড় ওঠে। অভিযোগ রয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সব সময় তিনি অসম্মান করে কথা বলতেন। এমনকি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত থেকে গাজী তারিক সালমন মুক্তিযোদ্ধাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। এসব অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে দায়ের করার পর তাকে অন্যত্র বদলি করা হয়েছে। নরসিংদীতে প্রকাশ্যে ৫ লাখ টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর ৫ লাখ ১০ হাজার টাকা ছিনতাই হয়েছে। রবিবার সকাল সোয়া ১০টায় সোনালী ব্যাংক নরসিংদী প্রধান শাখার সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, নরসিংদী চেম্বার অব কমার্স এ্য্ন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট সফিকুল ইসলাম শেখ তুলু ঘটনার দিন সকালে সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে ঠিকাদারি কাজের ট্রেজারি চেকের ৫ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করে। টাকাগুলো একটি ব্যাগে ভর্তি করে তার মোটরসাইকেলের সামনের হাতলে ঝুলিয়ে রেখে মোটরসাইকেলের পেছনের তালা খুলতে যায়। এ সময় ৪ ছিনতাইকারী টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
×