ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুয়া নারী ম্যাজিস্ট্রেট ও ডিবিসহ কুমিল্লায় গ্রেফতার চার

প্রকাশিত: ০৩:৫২, ৫ জুন ২০১৭

ভুয়া নারী ম্যাজিস্ট্রেট ও ডিবিসহ কুমিল্লায় গ্রেফতার চার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৪ জুন ॥ ভুয়া নারী ম্যাজিস্ট্রেট, ডিবি পরিদর্শক ও সাংবাদিকসহ ৪ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নিমসার বাজার থেকে রবিবার দুপুরে বুড়িচং থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫টি আইডি কার্ড ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ৪ প্রতারকের বাড়ি দাউদকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ ও ব্যবসায়ীরা জানান, রবিবার বেলা ১১টার দিকে ভুয়া ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগমসহ ৬ প্রতারক নিমসার বাজারে মোবাইল কোর্ট পরিচালনার নামে নিজেদের ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে। এ সময় ভয়ভীতি দেখিয়ে ৫টি দোকান থেকে নগদ অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র। কিন্তু ওই প্রতারক চক্রের কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের ভবন নিয়ে আটকে রাখে। খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে ৪ প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ দাউদকান্দি উপজেলা নুরপুর গ্রামের আলী আহম্মদ সরকারের মেয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম (৩২), ভুয়া ডিবি পরিদর্শক একই উপজেলার সাহাপাড়া গ্রামের শুভ চন্দ্র ঘোষের ছেলে লিকন চন্দ্র ঘোষ (৩৪), ভুয়া সাংবাদিক ও পেশকার গুণী নছিরুদ্দিন পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবুল ফয়েজ (২৯), গাড়িচালক ভাগলপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে শেখ ফরিদ (৩৫)। এ সময় পালিয়ে যায় অপর দুই প্রতারক দাউদকান্দির মাইজপাড়া গ্রামের সহিদ উল্লার ছেলে সোহাগ ও একই গ্রামের মমিন মিয়ার ছেলে ইকবাল হোসেন। এ বিষয়ে বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কখনও অপরাধ তথ্যচিত্র পত্রিকার সাংবাদিক, কখনও ম্যাজিস্ট্রেট আবার কখনও পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছে। বিকেলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলা পরিষদ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আড়াই কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দফতরে আনুষ্ঠানিকভাবে ৭০টি প্রকল্পের সভাপতির কাছে চেক হস্তান্তর করা হয়। মহানগরীসহ জেলার ৯ উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ২০১৬-১৭ অর্থবছরে এই আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়। চেক বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি। নওগাঁয় বিজ্ঞানমেলা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ জুন ॥ রবিবার নওগাঁয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা’ ১৭ শুরু হয়েছে। ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর আগারগাঁও ঢাকা যৌথভাবে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে। জেলা স্কুল মিলনায়তনে এদিন বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম।
×