ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘জলবায়ু চুক্তি প্রত্যাহারে যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়বে’

প্রকাশিত: ০৩:৩৮, ৫ জুন ২০১৭

‘জলবায়ু চুক্তি প্রত্যাহারে যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়বে’

প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসার সিদ্ধান্তে বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় উঠেছে তাতে এবার যোগ দিল ইরান। যুক্তরাষ্ট্র তার এই সিদ্ধান্তে অটল থাকলে ভবিষ্যতে একঘরে হয়ে পড়বে বলে জানিয়েছে তেহরান। খবর এএফপির। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাসেমির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, ‘প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি বিশ্ব সম্প্রদায়ের প্রতি দেশটির সরকারের দায়িত্বহীনতারই পরিচয় বহন করে। এটা তাদেরকে বিশ্ব সম্প্রদায় থেকে ক্রমশঃ বিচ্ছিন্ন করে ফেলবে।’ ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়াচ্ছে। গাসেমি বলেন, ‘বিশ্বের দ্বিতীয় সর্বোচ্ছ গ্রীনহাউস গ্যাস উৎপাদনকারী ও অন্যতম বায়ু দূষিত হিসেবে পরিচিত একটি দেশের এই প্যারিস জলবায়ু চুক্তির শর্তগুলো মেনে না চলার বিষয়টি গ্রহণযোগ্য নয়।’ সবচেয়ে দামী হাতব্যাগ বিশ্বের সবচেয়ে দামী হাতব্যাগ হংকংয়ে সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। এই হাতব্যাগে লাগানো আছে ডায়মন্ড ও হোয়াইট গোল্ড। ব্যাগটি কুমিরের চামড়া দিয়ে তৈরি। এটি বিশেষ প্রজাতির কুমিরের চামড়া। একে বলা হয় হিমালয়ান কুমির। কারণ এর চামড়া দেখতে হিমালয়ের মতো সাদা। ব্যাগটি যিনি কিনেছেন তার নাম গোপন রাখা হয়েছে। হাতব্যাগটি বিক্রি হয়েছে ২ লাখ ৯৯ হাজার ডলারে। -বিবিসি মানুষের চার হাত! মানুষের জীবনকে আরও সহজ করতে এবার জাপানের ইনামি হিয়ামা ল্যাবরেটরির ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন এক ধরনের রোবটিক স্যুট। এটা ব্যবহারকারীদের অতিরিক্ত দুইটি রোবটিক হাত ব্যবহারের সুবিধা দেবে। অতিরিক্ত এই কৃত্রিম হাত দিয়েও কোন বস্তু ধরে উপলব্ধি করা যায়, নিজেকে স্পর্শ করা যায়। সবচেয়ে বড় বিষয়, প্রাকৃতিক হাতের সঙ্গে কৃত্রিম আরও দুই হাত অর্থাৎ চারটি হাত একই সময়ে ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা যাবে। -মিরর
×