ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্যারিসে মোদি-ম্যাক্রোঁ বৈঠক

সন্ত্রাসবাদ রুখতে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশিত: ০৩:৩৭, ৫ জুন ২০১৭

সন্ত্রাসবাদ রুখতে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শনিবার বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে তাঁর দেশের প্রতি যে বিশ্বের প্রত্যাশা রয়েছে, তাকে ছাপিয়ে আরও বেশি কিছু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসার ঘোষণার দুইদিন পর মোদি এ অঙ্গীকার ব্যক্ত করেন। ট্রাম্পের দাবি, এ চুক্তি তার দেশের জন্য বড় ক্ষতির কারণ হবে। এটা থেকে ভারত ও চীন অন্যায়ভাবে সুবিধা পাবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ট্রাম্পের বিপরীতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, এ চুক্তি বিশ্ব ঐতিহ্যের অংশ। পরিবেশ সুরক্ষা হচ্ছে আমাদের আস্থা অর্জনের শর্ত। প্রকৃতির মর্যাদা দেয়াই আমাদের প্রাচীন প্রথা। তিনি বলেন, পরবর্তী প্রজন্মকে এরকম একটি চুক্তি উপহার দেয়া আমাদের দায়িত্ব। ফরাসী প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রসাদে ম্যাক্রোঁর সঙ্গে আলাপে মোদি বলেন, ফ্রান্সের নির্বাচনে উদারপন্থী চিন্তধারার বিজয়ে বাকি বিশ্বকে উৎসাহিত করবে। তিনি বলেন, বিশ্বমাতাকে বাঁচানো ভারতীয় সংস্কৃতির একটি অংশ। তারা ধর্মীয় বিশ্বাস থেকে পরিবেশকে সুরক্ষা দেয়। ধর্মীয় পুস্তক থেকে তারা পরিবেশ রক্ষা করতে শিখে। ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, সৌরবিদ্যুতের ওপর এক সম্মেলনে অংশ নিতে তিনি চলতি বছরের শেষদিকে ভারত সফর যাবেন। এ ক্ষেত্রে দুই নেতা ব্যাপক সহযোগিতার পরিকল্পনা করেন। বিশ্বের অন্য দেশগুলোর কাছ থেকেও সহযোগিতা পাবেন বলেও তাদের প্রত্যাশা। পরিবেশ দূষণের দিক থেকে ভারত এখন পৃথিবীর তৃতীয় স্থানে আছে। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় বিশ্ববাসীর জবাবদিহিতা আরও বাড়াতে প্যারিস চুক্তি করা হয়েছিল। এতে চলতি শতকে বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি দুই ডিগ্রী সেলসিয়াসের নিচে রাখার কথা বলা হয়েছে। এটাকে ১.৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমিত করারও চেষ্টা করা হয়। দুই নেতা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের হুমকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। মোদি বলেন, সন্ত্রাসবাদ বিশ্বের অন্যতম একটি বড় চ্যালেঞ্জ। যেটা আমাদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে। সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার হাত থেকে কীভাবে বিশ্ব রক্ষা করা যায় তা নিয়েও দুই নেতা নিবিড় আলোচনা করেন। তিনি বলেন, আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সরাসরি দেখতে না পেলেও সন্ত্রাসবাদের নিষ্ঠুরতা প্রত্যক্ষ করছি। আমরা সেটা অনুভব করছি। সন্ত্রাসী হামলা নিষ্পাপ নারী, পুরুষ ও শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে।
×