ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব নেতৃবৃন্দের নিন্দা ॥ যুক্তরাজ্যের পাশে থাকার আশ্বাস

প্রকাশিত: ০৩:৩৭, ৫ জুন ২০১৭

বিশ্ব নেতৃবৃন্দের নিন্দা ॥ যুক্তরাজ্যের পাশে থাকার আশ্বাস

যুক্তরাজ্যের লন্ডনে সন্ত্রাসী হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তারা যুক্তরাজ্যের পাশে থাকার দৃঢ় আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের মাত্র চারদিন আগে শনিবার সন্ত্রাসীরা এ হামলা চালায়। খবর বিবিসির। লন্ডনে হামলার পরপরই এক টুইট বার্তায় হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘লন্ডন ও যুক্তরাজ্যের জন্য যা করা প্রয়োজন যুক্তরাষ্ট্র তা করতে প্রস্তুত। আমরা তোমাদের সঙ্গে আছি, ঈশ্বর সহায় হোন।’ এ সুযোগে ছয় মুসলিম দেশের ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে নিজের অবস্থানের কথা ফের উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আদালত এ নিষেধাজ্ঞা কার্যকর স্থগিত করলেও শেষ পর্যন্ত তার পক্ষেই রায় দেবে বলে আশাবাদও ব্যক্ত করেন তিনি। লন্ডনে হামলার পর যুক্তরাজ্যের পাশে থাকার ঘোষণা এসেছে ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছ থেকেও। এক বিবৃতিতে তিনি আগের যে কোন সময়ের তুলনায় ফ্রান্স আরও দৃঢ়ভাবে যুক্তরাজ্যের পাশে থাকবে বলে আশ্বাস দেন। শনিবারের হামলায় ফরাসী দুই নাগরিকও আহত হয়েছেন বলে ম্যাক্রোঁর অফিসের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এদের একজনের অবস্থা গুরুতর। কমনওয়েলথ দেশভুক্ত নেতারাও ম্যানচেস্টারে হামলার মাত্র কয়েক দিনের মাথায় লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। ‘শনিবার লন্ডন থেকে ভয়াবহ এক সংবাদ এসেছে; আমরা ঘটনা পর্যবেক্ষণ করছি,’ ঘটনার পরপরই টুইটারে বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, ‘লন্ডনে জঘন্য সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সব সময়ের মতো আজও ব্রিটেনের জনগণের জন্য প্রার্থনা ও দেশটির প্রতি দৃঢ় সংহতি জানাচ্ছি।’ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ইংলিশও যুক্তরাজ্যে হামলার নিন্দা জানিয়েছেন। ‘অনেক প্রাণ নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা, যা নিরাপরাধ মানুষদের যন্ত্রণা ও দুর্ভোগ বাড়াচ্ছে,’ বলেন বিল। ইউরোপ থেকে দেশে ফেরার পর এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, সভ্যতা ও গণতন্ত্রে সন্ত্রাসবাদের স্থান নেই।
×