ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ মহাসাগর সম্মেলন আজ শুরু

প্রকাশিত: ০৩:৩৬, ৫ জুন ২০১৭

জাতিসংঘ মহাসাগর সম্মেলন আজ শুরু

মহাসাগরগুলো দূষণ থেকে রক্ষা করতে আজ থেকে নিউইয়র্কে শুরু হচ্ছে পাঁচ দিনের এক আন্তর্জাতিক সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে তার দেশকে প্রত্যাহার করে নেয়ার পর সমুদ্র বিষয়ক এ সম্মেলন হতে যাচ্ছে। তাই এতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কথা উঠবে বলে ধারণা করা হচ্ছে। এএফপি। প্রবাল ব্লিচিং থেকে প্লাস্টিক দূষণ, অতিরিক্ত মৎস্য আহরণ ও জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বিভিন্ন বিষয় এ সম্মেলনের আলোচ্য সূচীতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ষায় বিভিন্ন দেশ এগিয়ে আসুক, এ বিষয়ে সচেতনতা তৈরি করাই মহাসাগর সম্মেলনের লক্ষ্য। যুক্তরাষ্ট্রে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ায় ধরে নেয়া হচ্ছে কোন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার সম্মেলনে যোগ দিচ্ছেন না। অন্যদিকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়া সত্ত্বেও মহাসাগর সম্মেলন শেষে দেয়া তিন পৃষ্ঠার ‘কল টু এ্যাকশন’ ঘোষণা পত্রে যুক্তরাষ্ট্র সই করবে বলে আশা করা হচ্ছে। কারণ ঘোষণার খসড়া তৈরিতে অন্যান্য দেশের সঙ্গে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রও। ঘোষণা পত্রে বলা হয়েছে, ‘আমরা আমাদের মহাসাগরের সংরক্ষণ ও অবস্থা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ’। যুক্তরাষ্ট্রে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ায় আশা করা হচ্ছে অন্যান্য দেশ এবারের আলোচনায় নেতৃত্ব দেবে। এসব দেশের মধ্যে আছে অনেক ছোট ছোট দ্বীপ দেশ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় এসব দেশ অস্তিত্বের সঙ্কটের মুখে পড়েছে। জাতিসংঘে সিচিলিজের স্থায়ী প্রতিনিধি রনি জুমেও বলছেন, ‘যে অনুপস্থিত (যুক্তরাষ্ট্র) তাকে নিয়ে কেন এত মাতামাতি। যারা এখানে উপস্থিত হয়েছে তাদের দিকে তাকান, তাদের জন্য কি করা যায় সেটি এখন ভেবে দেখার সময়’। সাম্প্রতিক সময়ে পৃথিবী তিনটি অত্যন্ত উষ্ণ বছর পার করেছে। মানব সৃষ্ট কারণে বায়ু ম-লে যে কার্বন ডাই অক্সাইড নিঃসরিত হয় তার এক তৃতীয়াংশ শোষণ করে সাগর মহাসাগরগুলো। অন্যদিকে হিমবাহ গলে গিয়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়াচ্ছে। এর ফলে উপকূল এলাকায় বসবাসরত লোকজনের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। মাত্র ২০ ইঞ্চি (আধ মিটার) সাগর তলের উচ্চতা বাড়লে ভারত, প্রশান্ত ও ক্যারিবীয় সাগর অঞ্চলে বসবাসকারী ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে।
×