ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় যৌতুক না পেয়ে নির্যাতনের পর স্ত্রীর চুল কর্তন

প্রকাশিত: ০৭:৫৮, ৪ জুন ২০১৭

বগুড়ায় যৌতুক না পেয়ে নির্যাতনের পর স্ত্রীর চুল কর্তন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার পল্লীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূর মাথার চুল কেটে দিয়ে মারধর করার অভিযোগে স্বামী নজিবুল্লাহ ওরফে নজিকে (২৭) পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে। নজিবুল্লাহ শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপশন গ্রামের মোবারক আলীর ছেলে। এ ঘটনায় গৃহবধূ মিনেরা বেগম বাদী হয়ে স্বামী, শ্বশুর মোবারক আলী, শাশুড়ি হোসনে আরা এবং দেবর তমিজ উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ জানান, চার বছর আগে আপশন গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে মিনেরা খাতুনকে বিয়ে করে নজিবুল্লাহ। তাদের সংসারে কোন সন্তান আসেনি। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিনেরাকে শারীরিক নির্যাতন চালাত স্বামী। কিছু যৌতুকও দিয়েছে মেয়ের পরিবার। এর জের ধরে শুক্রবার মধ্যরাতে তার স্বামী মিনেরাকে মারধরের একপর্যায়ে মাথার চুল কেটে দিয়ে একটি ঘরে আটকে রাখে। শনিবার সকালে মিনেরার পরিবার বিষয়টি থানায় জানালে পুলিশ তাকে উদ্ধার করে। এ বিষয়ে মিনেরা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় মামলা করে।
×