ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিয়াঙ্কা-কপিল পাচ্ছেন দাদা সাহেব ফালকে একাডেমি পুরস্কার

প্রকাশিত: ০৭:০১, ৪ জুন ২০১৭

প্রিয়াঙ্কা-কপিল পাচ্ছেন দাদা সাহেব ফালকে একাডেমি পুরস্কার

সংস্কৃতি ডেস্ক ॥ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য প্রথমবারের মতো ‘দাদা সাহেব ফালকে একাডেমি’ পুরস্কার পেতে যাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি একই পুরস্কার পাচ্ছেন ‘দ্য কপিল শর্মা শো’ খ্যাত তারকা কপিল শর্মা। সম্প্রতি দাদা সাহেব ফালকে একাডেমির পক্ষ থেকে নতুন বিভাগ চালু করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ কৃতিত্বের জন্য প্রথমবারের মতো পুরস্কার চালু করেছে দাদা সাহেব ফালকে একাডেমি কর্তৃপক্ষ। প্রথম চালু হওয়া এ বিভাগের প্রথম পুরস্কারটি ঘরে তুললেন ‘বেওয়াচ’ অভিনেত্রী। অনেকেই ভারত সরকারের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘দাদা সাহেব ফালকে’র সঙ্গে ‘দাদা সাহেব ফালকে একাডেমি’ পুরস্কারকে মিলিয়ে ফেলছেন। ‘দাদা সাহেব ফালকে একাডেমি পুরস্কার’ ২০০০ সাল থেকে দাদা সাহেব ফালকে ট্রাস্ট্রি বোর্ডের তরফ থেকে বিনোদন জগতের বিভিন্ন শাখায় কৃতিত্বের জন্য দেয়া হচ্ছে। অন্যদিকে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার ১৯৬৯ সাল থেকে ভারত সরকারের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রিয়াঙ্কার প্রথম হলিউড চলচ্চিত্র ‘বেওয়াচ’ বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি। সমালোচকদের তরফ থেকেও জুটেছে তিরস্কার। এ চলচ্চিত্রে প্রিয়াঙ্কা অভিনীত ভিক্টোরিয়া লিডস চরিত্রটি প্রশংসিত হলেও এ মুহূর্তে বেশ চাপের মধ্যেই রয়েছেন এ সাবেক বিশ্বসুন্দরী। সিনেমার প্রচারে এখন জার্মানিতে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। সামনেই ‘বেওয়াচ’ নিয়ে লন্ডনে যাবেন তিনি। গতকাল ভারতে মুক্তি পায় ‘বেওয়াচ’। এদিকে দ্বিতীয়বারের মতো দাদা সাহেব ফালকে একাডেমি পুরস্কারে ভূষিত হলেন জনপ্রিয় কৌতুক অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ খ্যাত তারকা কপিল শর্মা। এ মুহূর্তে দর্শকপ্রিয়তার নিরিখে পিছিয়ে রয়েছে এক সময়ের জনপ্রিয় কৌতুক অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। এ অনুষ্ঠানের অন্যতম প্রধান কৌতুক অভিনেতা সুনীল গ্রোভারের সঙ্গে দ্বন্দ্ব ও বিমানে মদ্যপ অবস্থায় সুনীলের ওপর চড়াও হওয়ার ঘটনায় বিতর্কিত হয়েছেন কপিল শর্মা। বারবার ক্ষমা চেয়েও ফেরাতে পারেননি দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী সুনীল গ্রোভারকে। সুনীলের অনুপস্থিতিতে ঝিমিয়ে পড়েছে ‘দ্য কপিল শর্মা শো’। টিআরপিতেও নেই আর আগের অবস্থান। এসব হতাশার মধ্যে কপিলের জন্য সুখবর হলো সম্প্রতি দ্বিতীয়বারের মতো দাদা সাহেব ফালকে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। এর আগে ২০১৪ সালে একই অনুষ্ঠানের জন্য এ পুরস্কার পেয়েছিলেন তিনি।
×