ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধ্রুব এষের গল্পে দীপান্ত সরকারের চলচ্চিত্র

প্রকাশিত: ০৭:০০, ৪ জুন ২০১৭

ধ্রুব এষের গল্পে দীপান্ত সরকারের চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ ধ্রুব এষের ‘শঙ্খনীল দাস স্মরণ সংখ্যা’ উপন্যাস অবলম্বনে ‘উত্তরপুরুষ’ নামে চলচ্চিত্র নির্মাণ করছেন তরুণ নির্মাতা দীপান্ত সরকার। ইতোমধ্যে কলাকুশলী নির্বাচনের কাজও শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে রামলীলা প্রযোজিত চলচ্চিত্র ‘উত্তরপুরুষ’র চিত্রধারণ শুরু হবে। এ প্রসঙ্গে নির্মাতা জানান, ধ্রুব এষ বাংলাদেশের কিংবদন্তি প্রচ্ছদশিল্পী। এর বাইরেও তিনি একজন শক্তিমান গদ্যকার। ‘শঙ্খনীল দাস স্মরণ সংখ্যা’ উপন্যাসটিতে তিনি সেই স্বাক্ষর রেখেছেন। ধ্রুব এষের জীবনের প্রচ্ছন্ন ছাপ রয়েছে গল্পটিতে যা দর্শক পর্দায় দেখতে পাবেন। এ প্রসঙ্গে ধ্রুব এষ বলেন, দীপান্ত সরকার নবীন নির্মাতা। পরিচালক হিসেবে ওকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। চলচ্চিত্রের জন্য গল্পে প্রয়োজনীয় পরিবর্তন করবে। এক্ষেত্রে আমার কোন বাধা নেই। আমি শুধু চাই একটা ভাল চলচ্চিত্র তৈরি হোক। ওর জন্য শুভ কামনা থাকল।
×