ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিন্ডে বিডির চূড়ান্ত নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ০৬:৫৯, ৪ জুন ২০১৭

লিন্ডে বিডির চূড়ান্ত নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন

লিন্ডে বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের চূড়ান্ত নগদ লভ্যাংশের টাকা শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৬ হিসাব বছরের জন্য ১১০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে লিন্ডে বিডি। এর আগে ২০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। গেল হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪২ টাকা ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২০৯ টাকা ২৮ পয়সায়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৬ টাকা ১৬ পয়সা ইপিএস দেখিয়েছে লিন্ডে বিডি। আগের বছর একই সময়ে যা ছিল ১৬ টাকা ৭৪ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ২২৬ টাকা ১০ পয়সায়। -অর্থনৈতিক রিপোর্টার বিনিয়োগ তুলে নেবে মতিন স্পিনিং বিনিয়োগী প্রতিষ্ঠান ডিবিএল সিরামিক থেকে বিনিয়োগ তুলে নিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস। বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিবিএল সিরামিকে মতিন স্পিনিং মিলের ১০০ টাকা মূল্য আড়াই লাখ শেয়ার বিদ্যমান রয়েছে। যার প্রতিটি শেয়ার ১৪৯ টাকা ৪৯ পয়সা দরে কোম্পানির অন্য শেয়ারহোল্ডারদের কাছে বিক্রি করে দেয়া হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×