ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দর কমেছে ১২ খাতে

প্রকাশিত: ০৬:৫৮, ৪ জুন ২০১৭

দর কমেছে ১২ খাতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) কমেছে ১২ খাতে। অন্যদিকে দর বেড়েছে বাকি ৮ খাতে। ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৬ দশমিক ৯ শতাংশ দর কমেছে। এরপরে ভ্রমণ ও পর্যটন খাতে ৩ শতাংশ দর কমেছে। অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে শূন্য দশমিক ৯ শতাংশ, প্রকৌশল খাতে শূন্য দশমিক ৮ শতাংশ, বস্ত্র খাতে শূন্য দশমিক ৮ শতাংশ, সিমেন্ট খাতে শূন্য দশমিক ৮ শতাংশ, পেপার খাতে শূন্য দশমিক ৭ শতাংশ, সেবা খাতে শূন্য দশমিক ৬ শতাংশ দর কমেছে। এছাড়াও মিউচুয়াল ফান্ড খাতে শূন্য দশমিক ৫ শতাংশ, সিরামিক খাতে শূন্য দশমিক ৫ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে শূন্য দশমিক ৩ শতাংশ এবং আর্থিক প্রতিষ্ঠান খাতে শূন্য দশমিক ২ শতাংশ দর কমেছে। অন্যদিকে দর বেড়েছে বাকি ৮ খাতে। এই খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক খাতে। এনসিসি ব্যাংকের এজিএমের তারিখ পরিবর্তন অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসিবি) লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৭ জুলাই কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। আগে যা ২০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কোম্পানি অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
×