ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ হকির প্রাথমিক ক্যাম্প শুরু

প্রকাশিত: ০৬:৫৭, ৪ জুন ২০১৭

এশিয়া কাপ হকির প্রাথমিক ক্যাম্প শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে শনিবার থেকে জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রমজান মাসে খেলোয়াড়রা একবেলা অনুশীলন করবেন। সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্র্যাকটিস চলবে। ঢাকার বাইরের খেলোয়াড়রা ক্যাম্পে থাকবেন এবং ঢাকায় বসবাসরত খেলোয়াড়রা মাঠে এসে অনুশীলনে যোগ দিয়েছেন। উল্লেখ্য, আগামী ১৪-২২ অক্টোবর ঢাকায় এশিয়া কাপ হকি টুর্নামেন্টের দশম আসর শুরু হবে। লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা এ টুর্নামেন্টে ভাল করার প্রত্যয়ে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে। এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাহফে দেশের বাইরে দল পাঠনোর কথা ভাবছে। পরিকল্পনা অনুযায়ী ভারত ও মালয়েশিয়ার সঙ্গে অনুশীলন ম্যাচ খেলতে চাইছে। বাহফে সোমবার প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ৪০ খেলোয়াড়ের তালিকা ঘোষণা করে। মনোনীত খেলোয়াড়দের মধ্যে ৩৩ জন মাহাবুবুল এহসান রানার (জাতীয় হকি দলের সমন্বয় কর্মকর্তা) কাছে রিপোর্ট করেন। রিপোর্ট করেননি চয়নসহ মোট সাত খেলোয়াড়। বাংলাদেশ জাতীয় হকি দলের প্রাথমিক ক্যাম্প ॥ জাহিদ হোসেন, অসীম গোপ, মেহরাব হোসেন কিরণ, আবু সাঈদ নিপ্পন, বিপ্লব কুজুর, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ শিতুল, মামুনুর রহমান চয়ন, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, মাইনুল ইসলাম, পুস্কর খিসা মিমো, আরশাদ হোসেন, মিলন হোসেন, দীন ইসলাম ইমন, হাসান যুবায়ের নিলয়, ফজলে হোসেন রাব্বি, মাহবুব হোসেন, সবুজ, সাইফুল আলম শিশির, রাকিন, রোকনুজ্জামান সোহাগ, সাব্বির রানা, রাব্বি সালেহীন রকি, সোয়েব আলী, রাজু আহমেদ, আল নাহিয়ান শুভ, রাজিব দাস, মোহম্মদ মোহসিন, ইয়াসিন আরাফাত, রাতুল আহমেদ অনিক, আবেদুদ্দিন, রাব্বি হোসেন, তাহমিদ হক, ইফরানুল হক, শফিকুল ইসলাম এবং মেহেদী হাসান। ফেডারেশন কাপ ফুটবল ফাইনাল পেছাল একদিন স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বাফুফে প্রফেশনাল ফুটবল লীগ কমিটির ১০ম সভা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের বোর্ড রুমে কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো : ১. ‘ওয়ালটন ফেডারেশন কাপে’র ফাইনাল খেলা আগামী ৫ জুনের পরিবর্তে ৬ জুন রাত সাড়ে ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, ২. ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৭’র খেলা আগামী ১২ জুন থেকে শুরু হবে এবং ৩. ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৭’র চ্যাম্পিয়ন দলকে ২০ লাখ, রানার্সআপ দলকে ১০ লাখ এবং অংশগ্রহণকারী সবদলের পার্টিসিপেশন মানি বাবদ ১০ লাখ টাকা করে দেয়া হবে। ফেডারেশন কাপের ফাইনাল পেছানোর কারণ হিসেবে ফাইনালের আগে উভয় দল যেন পর্যাপ্ত বিশ্রাম পায় সেটা নিশ্চিত করা। প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আগের চেয়ে এবার দ্বিগুণ অর্থ পাবে। তবে পার্টিসিপেশন মানির পরিমাণ আগের চেয়ে কমেছে। আগে এটা ছিল ৩৫ লাখ টাকা করে। কমার কারণ এবার লীগের ভেন্যু কমেছে (২টি)। গত লীগে খেলা হয়েছিল ৬ ভেন্যুতে। ১৮ স্বর্ণপদকধারী ভারোত্তোলক পাচ্ছেন আর্থিক প্রণোদনা স্পোর্টস রিপোর্টার ॥ গত জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পেয়েছিলেন এমন ১৮ ভারোত্তোলক আগামী ৬ জুন পাবেন ৫ হাজার টাকা করে বোনাস। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবুল হোসেন ব্যক্তিগতভাবে এই বোনাস দেবেন। ভারোত্তোলকদের জন্য এটা ঈদ শুভেচ্ছাস্বরূপ উপহারও বটে। এদিকে গত এপ্রিল থেকে বর্ষসেরা ভারোত্তোলক হিসেবে মাবিয়া আক্তার সীমান্তকে প্রতিমাসে ১৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করছে ভারোত্তোলন ফেডারেশন। এসএ গেমসে স্বর্ণজয়ী এ ভারোত্তোলক এআরকে গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৬ মাস বৃত্তি প্রদান করা হবে। পরবর্তীতে পারফর্মেন্সের ভিত্তিতে বৃত্তির মেয়াদ বাড়তে পারে।
×