ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাদাল-জোকোভিচের জয়রথ ছুটছেই

প্রকাশিত: ০৬:৫৬, ৪ জুন ২০১৭

নাদাল-জোকোভিচের জয়রথ ছুটছেই

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। দীর্ঘদিন পর আবারও ক্লে কোর্টে একক আধিপত্য বিস্তার করা স্পেনের এই টেনিস তারকা দুর্দান্ত ফর্ম দিয়েই প্রমাণ করে চলেছেন কেন তাকে রোলাঁ গ্যারোতে ফেবারিট হিসেবে মানা হচ্ছে। তৃতীয় রাউন্ডে তিনি ৬-০, ৬-১ এবং ৬-০ সেটে পরাজিত করেন নিকোলোজ বাসিলাশভিলিকে। একটিমাত্র ম্যাচের জন্য তিনি আধুনিক যুগে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ট্রিপল বেগাল’ মিস করেছেন। পরের রাউন্ডে নাদালের প্রতিপক্ষ সতীর্থ রবার্তো বাতিস্তা। রাফায়েল নাদাল সহজে জিতলেও কষ্টের জয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন নোভাক জোকোভিচ, ফার্নান্দো ভার্দাস্কো এবং মারিন চিলিস। ফ্রেঞ্চ ওপেনে নয়বার চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। আর মাত্র একবার শিরোপা উঁচিয়ে ধরলেই রেকর্ড দশমবারের মতো প্যারিসের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন তিনি। তাই তৃতীয় রাউন্ডের বাধা পেরুতে পেরে দারুণ খুশি নাদাল। ম্যাচ শেষে এই স্প্যানিয়ার্ড বলেন, ‘পারফেকশন? আমি জানি না এটা কি। আমি শুধু জানি আজ ভাল খেলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি পরের রাউন্ডে উঠেছি। এই মুহূর্তে আমি ক্যারিয়ারের সেরা ফর্মে আছি।’ এদিকে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ আর্জেন্টাইন খেলোয়াড় দিয়েগো শোয়ার্টমানের কাছে কোনরকমে বেঁচে গেছেন। দ্বিতীয় বাছাই জোকোভিচ প্রথম সেটে ৫-৭ গেমে পরাজিত হবার পর দ্বিতীয় সেটে ৬-৩ গেমে ফিরে আসলেও তৃতীয় সেটে আবারও ৩-৬ গেমে হেরে বসেন। পরের দুই সেট অবশ্য ৬-১ এবং ৬-১ গেমে জয়ী হয়ে জয়ের মধুর স্বাদ নিয়েই কোর্ট ছাড়েন সাবেক এই নাম্বার ওয়ান। যদিও ম্যাচে বেশ কয়েকবার আম্পায়ার কার্লোস রামোসের সাথে বিত-ায় জড়িয়ে পড়েন জোকোভিচ। যে কারণে সার্বিয়ান তারকাকে সতর্কও করা হয়। ফ্রেঞ্চ ওপেনের পরের রাউন্ডে বিশ্বটেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বার খেলোয়াড় জোকোভিচের প্রতিপক্ষ স্পেনের ১৯তম বাছাই আলবার্ট রামোস-ভিনোলাস। ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘আমি একটি কঠিন ম্যাচ আশা করেছিলাম। কন্ডিশনও এখানে কিছুটা দায়ী। দারুণ এক ম্যাচের জন্য অবশ্যই দিয়েগোকে অভিনন্দন জানাতে চাই। সে সত্যিই অসাধারণ পারফর্ম করেছে।’ এদিকে দ্বিতীয় সেটে থাইয়ের ইনজুরির কারণে গুইলারমো গার্সিয়া লোপেজ অবসর নিলে শেষ ১৬ নিশ্চিত হয়ে যায় কানাডিয়ান পঞ্চম বাছাই মিলোস রাওনিকের। ২০১৪ সালের কোয়ার্টার ফাইনালিস্ট রাওনিক স্পেনের অভিজ্ঞ খেলোয়াড় ২৮ মিনিটের ম্যাচে ৬-১, ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। পরের রাউন্ডে রাওনিকের প্রতিপক্ষ আরেক স্প্যানিশ খেলোয়াড় পাবলো কারেনো বুস্তা। চতুর্থ রাউন্ডে বুস্তা ৭-৫, ৬-৩, ৬-৪ ব্যবধানে সরাসরি সেটে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভকে পরাজিত করেন। গত বছরের সেমিফাইনালিস্ট ডোমিনিক থিয়েম যুক্তরাষ্ট্রের ২৫তম বাছাই স্টিভ জনসনকে ৬-১, ৭-৬ (৭/৪), ৬-৩ গেমে পরাজিত করেন। এদিকে বেলজিয়ামের ১০ম বাছাই ডেভিড গফিন আর্জেন্টাইন হোরাসিও জেবালোসের বিপক্ষে প্রথম সেটে ৫-৪ গেমে এগিয়ে থাকার সময় গুরুতর গোড়ালির ইনজুরিতে পড়ে কোর্ট ত্যাগ করতে বাধ্য হন। শনিবার তৃতীয় রাউন্ডে ফার্নান্দো ভার্দাস্কো ৬-২, ৬-১ ও ৬-৩ সেটে হারান পাবলো কিউভাসকে। অন্য ম্যাচে মারিন চিলিস ৬-১, ৬-৩ এবং ৬-৩ সেটে হারান স্পেনের ফেলিসিয়ানো লোপেজকে।
×