ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিটি ম্যাচই এখন ফাইনাল হিসেবে দেখছেন অসি অধিনায়ক

বোলারদের কাছে আরও প্রত্যাশা স্মিথের

প্রকাশিত: ০৬:৫৪, ৪ জুন ২০১৭

বোলারদের কাছে আরও প্রত্যাশা স্মিথের

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটাই হয়েছে পয়েন্ট ভাগাভাগি দিয়ে। চার বছর আগের সঙ্গে পুরোপুরি মিলে গেল ঘটনাক্রম। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এজবাস্টনেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। কাকতালীয়ভাবে পুনরাবৃত্তি ঘটল সেটার। তবে বৃষ্টির আগেই নিউজিল্যান্ড ব্যাট করে ভাল একটি সংগ্রহ পেয়েছিল। অস্ট্রেলিয়ার বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। এ কারণে দলের বোলিং নিয়ে বেশ দুঃশ্চিন্তায় আছে অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি আরও ভাল কিছু প্রত্যাশা করছেন বোলারদের কাছ থেকে। ব্যাটিংয়ে নেমেও তেমন ভাল অবস্থায় ছিল না অসিরা। প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়াতে এখন সবগুলো ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন অসি অধিনায়ক। বৃষ্টির কারণে ৪৬ ওভারের ম্যাচ করা হয়েছিল। ২০১৩ সালের ১২ জুন অবশ্য অস্ট্রেলিয়া টস জিতে আগে ব্যাটিং করে পুরো ৫০ ওভারই খেলেছিল এবং ৮ উইকেটে ২৪৩ রান তুলেছিল। কিন্তু কিউইরা ১৫ ওভারে ২ উইকেটে ৫১ রান তোলার পর বৃষ্টির কারণে আর খেলা হয়নি। এবার টস জিতে নিউজিল্যান্ড আগে ব্যাট করে ৪৫ ওভারে ২৯১ রানে গুটিয়ে যায়। ৩৩ ওভারে ২৩৫ রানের পুনঃনির্ধারিত টার্গেটে নেমে অসিরা ৯ ওভারে ৩ উইকেটে করে ৫৩ রান। এরপর বৃষ্টির কারণে খেলা হয়নি। পরিত্যক্তই হয়ে গেছে ম্যাচটি। বোলাররা খুব ভাল করতে পারেননি। জশ হ্যাজলউড উইকেট নিতে পারলেও তিনি বেশ রান খরচা করেছেন। কিন্তু ৫২ রানে ৬ উইকেট নিয়ে তিনি স্মিথের সন্তুষ্টি অর্জন করেছেন। তবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা একেবারেই নখদন্তহীন ছিলেন। এ বিষয়ে স্মিথ বলেন, ‘আমার মনে হয় একটা লম্বা সময়ের মধ্যে এটাই আমাদের সবচেয়ে বাজে বোলিং প্রদর্শনী। আমরা উইকেটের উভয়পার্শ্বেই বল করেছি এবং অনেক আলগা বল দিয়েছি। সত্যি কথা বলতে এটা খুবই সাধারণ মানের বোলিং।’ এটি ছিল বাঁহাতি পেসার স্টার্কের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচ। গত মার্চে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলার পর থেকেই তিনি দলের বাইরে ছিলেন। কিন্তু তিনি ফিরতি ম্যাচে নজর কাড়তে পারলেন না। কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বোলারদের দুর্দান্ত প্রত্যাবর্তন আশা করছেন স্মিথ। তিনি বলেন, ‘চলুন আশাকরি সেটা পার হয়ে গেছে এবং কারণই একেবারেই সাধারণ মানের দিন গেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে যে তারা বেশ কঠিনভাবে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং শীর্ষ অবস্থানেই নিজেদের রাখতে পেরেছিল। কেন উইলিয়ামসন খুব সুন্দরভাবে তার ইনিংস সাজিয়েছিল। মাঝের পুরোটা সময় খুবই ভাল খেলেছে সে। কিন্তু এরপরও বলব আমরা একদম ভাল বোলিং করতে পারিনি।’ আবহাওয়া তবে কি বাঁচিয়ে দিল স্মিথদের? কারণ ব্যাট করতে নেমেও সুবিধাজনক অবস্থায় ছিল না তারা। বিষয়টি স্বীকার করে নিয়ে স্মিথ বলেন, ‘আমাদের আরও অনেক কাজ করার বাকি আছে। তাদের খুবই ভাল মানের বোলিং আক্রমণ আছে। সুতরাং আমরা হয়তো ১ পয়েন্ট নিয়ে বেরিয়ে আসতে পেরেছি এটা সৌভাগ্য।’ উভয় গ্রুপ থেকে সেরা দুটি করে দল সরাসরি সেমিফাইনালে উঠবে। ইতোমধ্যেই ১ পয়েন্ট খুইয়েছে অস্ট্রেলিয়া। আর স্বাগতিক ইংল্যান্ড ২ পয়েন্ট নিয়ে ভাল অবস্থানে চলে গেছে। সমস্যাটা এখন নিউজিল্যান্ডেরও হয়েছে। এ বিষয়ে স্মিথ বলেন, ‘এটা নিশ্চিত যে উভয় দলের জন্য তেমন ভাল হয়নি এ বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ। এখন আমাদের জন্য প্রতিটি ম্যাচ ফাইনাল এমনটা নিশ্চিতভাবে মেনে নিয়েই খেলতে হবে। পরবর্তী দুই ম্যাচ আমরা জিততে চাই।’ বাংলাদেশের বিরুদ্ধে পরের ম্যাচে তাই বোলারদের কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা স্মিথের। ফিফা র‌্যাঙ্কিং বাংলাদেশের এক ধাপ উন্নতি স্পোর্টস রিপোর্টার ॥ অনেকদিন পর ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। একধাপ এগিয়ে ১৯২ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তাদের রেটিং পয়েন্ট ৬২। এদিকে গত মার্চ মাসে দীর্ঘ সাত বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরা ব্রাজিল তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। শুধু তাই নয় ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও অপরিবর্তিত রয়েছে। সেরা তিনে যথারীতি ব্রাজিলের পর আর্জেন্টিনা ও বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
×