ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ পর্বে মুগুরুজা-ভেনাস

প্রকাশিত: ০৬:৫৪, ৪ জুন ২০১৭

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ পর্বে মুগুরুজা-ভেনাস

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনে জয়রথ ছুটছে ভেনাস উইলিয়ামস ও বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজার। দারুণ জয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন তারা। এছাড়াও প্যারিসের এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন রাশিয়ার অষ্টম বাছাই সভেতলনা কুজনেতসোভা এবং সুইজারল্যান্ডের তিমিয়া বাসিনস্কি। তবে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। ফ্রান্সের এ্যালিজ কোর্নেটের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। গত কয়েক বছর ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম গারবিন মুগুরুজা। গত বছর তো ফ্রেঞ্চ ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুলেছেন তিনি। তাও আবার আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ফ্রেঞ্চ ওপেনের মিশন শুরু করা ২৩ বছর বয়সী মুগুরুজা এবারও খেলছেন দুর্দান্ত। মহিলাদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরজা শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে ৭-৫ এবং ৬-২ সেটে পরাজিত করেন কাজাখস্তানের ২৭তম বাছাই ইউলিয়া পুতিনসেভাকে। প্যারিসের এই টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড নিশ্চিত করে দারুণ রোমাঞ্চিত এই স্প্যানিয়ার্ড। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গারবিন মুগুরুজা বলেন, ‘আমি খুবই আনন্দিত। এখানে কোন ধরনের ভয়ডরহীনভাবেই খেলছি এবার। পুতিনসেভার বিপক্ষে ম্যাচটা জয়ের লক্ষ্য নিয়েই কোর্টে নেমেছিলাম। যেভাবে চেয়েছি পুরো ম্যাচে ঠিক সেভাবেই খেলার চেষ্টা করেছি। এই জয় আমার আত্মবিশ্বাস আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে।’ পরের রাউন্ডে ফ্রেঞ্চ ওপেনের শীর্ষ বাছাই গারবিন মুগুরুজা খেলবেন ফ্রান্সের ১৩তম বাছাই ক্রিস্টিনা মাদেনোভিচের বিপক্ষে। ২৪ বছর বয়সী মাদেনোভিচ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলছেন। এবারই প্রথম মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন তিনি। তৃতীয় পর্বের ম্যাচে তিনি ৭-৫, ৪-৬ এবং ৮-৬ সেটের কঠিন লড়াইয়ে হারিয়েছেন আমেরিকার শেলবি রজার্সকে। টানা তিন ম্যাচ জয় পেয়েছেন ভেনাস উইলিয়ামসও। দিনের অপর ম্যাচে আমেরিকান তারকা ৬-৩ এবং ৬-১ সেটে হারান বেলজিয়ামের এলিস মার্টেন্সকে। ওপেনযুগে রেকর্ড ২০ বারের মতো খেলছেন ভেনাস। ১৯৯৭ সালে প্যারিসের এই টুর্নামেন্টে অভিষিক্ত হওয়ার পর থেকে মাত্র একবার খেলতে পারেননি তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। সাতটি গ্র্যান্ডসøাম নিজের নামের পাশে যোগ করলেও এখন পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে পারেননি তিনি। উইম্বলডনে পাঁচবার এবং ইউএস ওপেনে ২ বার চ্যাম্পিয়ন হওয়া সেরেনা উইলিয়ামস ২০০২ সালে রোলাঁ গ্যারোর ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সেবার ছোট বোন সেরেনা উইলিয়ামসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গের বেদনায় ডুবেছিলেন আমেরিকান তারকা ভেনাস উইলিয়ামস। শুক্রবার তৃতীয় রাউন্ডের অন্য ম্যাচগুলোতে ২০০৯ সালের চ্যাম্পিয়ন সভেতলনা কুজনেতসোভা চায়নার ঝ্যাং শুয়াইকে ৭-৬ (৭/৫), ৪-৬, ৭-৫ গেমে, অস্ট্রেলিয়ার ২৩তম বাছাই সামান্থা স্টোসার ৬-২ এবং ৬-২ গেমে যুক্তরাষ্ট্রের বেথানি মাটেক-স্যান্ডসকে পরাজিত করে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন। কিন্তু তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। গত একদশক ধরেই টেনিস বিশ্বের আলোচিত নাম রাদওয়ানস্কা। কিন্তু এখন পর্যন্ত মেজর কোন টুর্নামেন্ট জয়ের স্বাদ পাননি তিনি। এখন পর্যন্ত তার সর্বোচ্চ ফলাফল উইম্বলডনের ফাইনাল। ২৮ বছর বয়সী পোলিশ তারকা এবার ফ্রেঞ্চ ওপেনে নিজেকে হয়তো মেলে ধরবেনÑ এমন প্রত্যাশা করেছিলেন তার ভক্ত-অনুরাগীদের অনেকেই। কিন্তু এবারও হলো না। শনিবার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন তিনি। ফ্রান্সের এ্যালিজ কোর্নেট এদিন তাকে ৬-২ এবং ৬-১ সেটে রীতিমতো উড়িয়েই দেন। রাদওয়ানস্কাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে জায়গা করে নেন স্বাগতিক কোর্নেট।
×