ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীর দুর্গত এলাকায় ত্রাণমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৯, ৪ জুন ২০১৭

বাঁশখালীর দুর্গত এলাকায় ত্রাণমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ৩ জুন ॥ বাঁশখালীতে ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শনিবার দুপুর উপকূলীয় বাহারছড়ার ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তিনি বলেন, উপকূলবাসীর জীবন রক্ষার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তদারকি করছেন তাদের বিভিন্ন সমস্যার। যত দিন পর্যন্ত মানুষের দুঃখ লাঘব হবে না ততদিন পর্যন্ত আপনারা সরকারী সহযোগিতা পাবেন। বাহারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেনÑ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ্ কামাল প্রমুখ। শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফেরার পথে শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে কিশোর শনিবার নিহত হয়েছে। আনুমানিক ১৮ বছর বয়সের নিহত ওই কিশোরের নাম পরিচয় পাওয়া যায়নি। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন ও রাজেন্দ্রপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তাইজুল ইসলাম জানান, যাত্রী নিয়ে ঢাকা থেকে মহুয়া এক্সপ্রেস ট্রেন শনিবার সকালে মোহনগঞ্জ যাচ্ছিল। পথে ট্রেনটি অপর একটি ট্রেনকে পাস (ক্রসিং) দেয়ার জন্য ঢাকা-ময়মনসিংহ রেলরুটে শ্রীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে থেমে অপেক্ষা করতে থাকে। যাত্রা বিরতি হওয়ার সুযোগে ওই কিশোর যাত্রী ট্রেন থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পুনরায় ট্রেনে ফিরছিল। এ সময় পাশর্^বর্তী লাইন দিয়ে বিপরীত দিক থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করছিল। কিশোরটি ওই লাইনটি পার হওয়ার সময় তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। এতে বুক থেকে দেহ দ্বিখ-িত হয়ে কিশোরটি ঘটনাস্থলেই মারা যায়। তুলাচাষ শীর্ষক কর্মশালা শুরু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ‘বরেন্দ্র অঞ্চলে তুলাচাষের সম্ভাবনা’ বিষয়ক কর্মশালা শনিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. ফরিদ উদ্দিন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। স্বাগত বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের উপ-পরিচালক আবু ইলিয়াস মিয়া। প্রবন্ধ উপস্থাপন করেন সম্প্রসারিত তুলাচাষ প্রকল্পের (ফেজ-১) পরিচালক ড. গাজী গোলাম মোস্তফা। কর্মশালায় রাজশাহীর বিভিন্ন অঞ্চলের শতাধিক তুলা চাষীসহ, কৃষিবিদ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোরায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৩ জুন ॥ রাঙ্গামাটিতে ঘূর্ণিঝর মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত লোকজনদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শনিবার কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে শহীদ আবদুল আলী মঞ্চে আওয়ামী লীগের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে থেকে ১শ’ পরিবারকে ৫শ’ নগদ টাকা ২০ কেজি চাল বিতরণ করে। এছাড়া এক লাখ টাকা ও ২০ পরিবাকে টিন দেয় । ত্রাণ বিতরণ করেন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং , কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জমান, অসীম কুমার উকিল, সাবেক মন্ত্রী দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান বৃশকেতু চাকমা ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর প্রমুখ।
×