ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:২৯, ৪ জুন ২০১৭

নাটোরে মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ জুন ॥ লালপুরের আদিবাসী গণেশ সিং (দিপক) এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত ও মামলা প্রত্যাহরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগীর পরিবার। শনিবার সকালে নাটোর টিভি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে গণেশ সিংয়ের স্ত্রী অঞ্জলী রানী সিংয়ের পক্ষে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অঞ্জলী রানী সিং। বক্তব্যে বলা হয় আওয়ামী লীগ নেতা ও এক শ্রেণীর ভূমিদস্যুর যোগসাজশে আদিবাসী গণেশ সিং (দিপক) এর বিরুদ্ধে প্রতিবেশীর প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে তার কাছে মীমাংসার জন্য ৫০ হাজার টাকা দাবি করে। গণেশ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। সর্বশেষ লালপুর থানার এসআই আনোয়ারুল ইসলাম গণেশকে সাত হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করে নিতে বলে। এতেও রাজি না হলে তাকে নানাভাবে তার বসতভিটা থেকে উৎখাতের কথা বলে হুমকিধমকি দেয়া হয়। এ অবস্থায় দীপক হয়রানির হাত থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি আদিবাসী পরিষদের নেতৃবৃন্দকে জানালে তারা ৮ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটি ঘটনাস্থলে গেলে স্থানীয় সকলেই আদিবাসী গণেশকে নিরীহ বলে উল্লেখ করে এবং সে এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জানায়। গত ১৩ এপ্রিল বেলা ১১টার দিকে এসআই আনোয়ারুল ইসলাম গণেশের স্ত্রী অঞ্জলী রানীকে আটক করে থানায় নিয়ে গিয়ে টাকা দিয়ে ঘটনার মীমাংসার কথা বলে। অঞ্জলী রানী টাকা দিতে অস্বীকার করলে তাকে বিকেল ৩টার দিকে ছেড়ে দেয়া হয়। পরে ওইদিন সন্ধ্যায় গণেশ সিংকে অভিযুক্ত করে প্রতিবন্ধী মেয়ের বাবা আব্দুল হামিদ বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করে। মামলার পর থেকেই প্রতিনিয়ত তাদের বসতভিটা থেকে উচ্ছেদসহ নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। সাজানো মামলা থেকে প্রতিকার চান ভুক্তভোগী পরিবার। এ সময় উপস্থিত ছিলেনÑ জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যাম দুয়ার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, জেলা শাখার সভাপতি রমানাথ মাহাতো ও সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়াসহ অন্যরা। এ ব্যাপারে লালপুর থানার এসআই আনোয়ারুল ইসলাম জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না।
×