ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেরোবির নয়া ভিসি ড. নাজমুল আহসান

প্রকাশিত: ০৬:২৬, ৪ জুন ২০১৭

বেরোবির নয়া ভিসি ড. নাজমুল আহসান

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩ জুন ॥ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চতুর্থ ভিসি হিসেবে ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশ^বিদ্যালয় সূত্র জানায়, রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদের সম্মতিক্রমে সহকারী সচিব আব্দুস সাত্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপন বৃহ¯পতিবার দুপুরে জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক। তিনি বেসরকারী সংস্থা জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিনপপ) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এছাড়াও তিনি ডেইলি এশিয়ান এজের ভারপ্রাপ্ত স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ত্রীকে হত্যার পর অনুশোচনায় আত্মহত্যা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ স্ত্রীকে হত্যার পর অনুশোচনায় তার কবরের পাশে বিষপানে আত্মহত্যা করেছে স্বামী মনিরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়িতে স্ত্রী তহমিনা খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী পালিয়ে যায়। কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে শনিবার ভোরে এ ঘটনা ঘটে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ভোরে স্ত্রী তহমিনা খাতুনের কবরের পাশে অনুশোচনায় বিষপান করেন মনিরুল। কবরস্থানে তার চিৎকার শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মাগুরায় আটক আট জঙ্গী কারাগারে নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩ জুন ॥ শনিবার বিকেল ৩টায় মাগুরায় জঙ্গী সন্দেহে আটক আট জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয় । এরপর তাদের জেলা কারাগারে পাঠানো হয় । শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শালিখার আড়পাড়ায় জঙ্গী সন্দেহে জামায়াত নেতা এ্যাডভোকেট ফরিদ হোসেনের বাড়ি ঘেরাও করে পুলিশ ফরিদ হোসেন এবং বাচ্চু, ওবায়দুল, আবুল বাশার, রবিউল, জাহিদুল, আনোয়ার, জাহাঙ্গীরকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে জিহাদী, বই বাল্ভ তৈরির ডিভাইস, ২টি পিতলের মূর্তিসহ কয়েকটি ছোট মূর্তি, জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
×