ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউপি চেয়ারম্যান থাপ্পড় মারলেন স্কুলশিক্ষককে

প্রকাশিত: ০৬:২৬, ৪ জুন ২০১৭

ইউপি চেয়ারম্যান থাপ্পড় মারলেন স্কুলশিক্ষককে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ডুমুরিয়া উপজেলার শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য চড় মারলেন রানাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিসুর রহমানকে। শনিবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনে এ ঘটনা ঘটে। যদিও এ সময়ে প্রতিমন্ত্রী বাসভবনে উপস্থিত ছিলেন না। এ ঘটনায় ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার শোভনা পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা নিয়ে স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বাসভবনে যান বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকরা। প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার পর শোভনা ইউনিয়নের চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য রানাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তাকে বাস্টার্ড বলে এলোপাতাড়ি চড় থাপ্পড় দেন। এ সময় অন্যরা তাকে সুরঞ্জিতের কবল থেকে উদ্ধার করে। এ প্রসঙ্গে সুরঞ্জিত বৈদ্য বলেন, আমি তাকে বাস্টার্ড বলে গালি দেইনি। তাছাড়া তাকে মারধর করা হয়নি। তর্কবিতর্কের একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেন, শোভনা পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা নিয়ে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষক অভিভাবক আমার কাছে আসে। আমি তাদের সঙ্গে কথা বলে বাসা থেকে অন্য অনুষ্ঠানে যোগ দেই। পরে শুনেছি সুরঞ্জিত বৈদ্য স্কুলশিক্ষককে মারধর করেছে। আমি ওই শিক্ষককে মামলা করার কথা বলেছি।
×