ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজেটে প্রতিবন্ধীদের চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল

প্রকাশিত: ০৬:২৪, ৪ জুন ২০১৭

বাজেটে প্রতিবন্ধীদের চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধীদের চাহিদার তুলনায় বরাদ্দ খুবই অপ্রতুল। সামাজিক নিরাপত্তা ও সামাজিক ক্ষমতায়ন খাতে বরাদ্দের মাত্র ১ দশমিক ৭৬ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্দ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রতিবছর যে বাজেট বরাদ্দ হচ্ছে তা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয়তার নিরিখে হচ্ছে না। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে ‘জাতীয় বাজেট ২০১৭-১৮: প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থান’ বিষয়ক সংবাদ সম্মেলনে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় বক্তারা এ তথ্য জানান। এ সময় বক্তারা বলেন, দেশের প্রায় ১ কোটি ৫০ লাখ প্রতিবন্ধী ব্যক্তির জন্য আলাদাভাবে বাজেট মাত্র এক হাজার ১৭ কোটি টাকা। অর্থাৎ দৈনিক মাথাপিছু পড়ে মাত্র ১ দশমিক ৮৬ ভাগ টাকা। এ অপ্রতুল বাজেট বরাদ্দ দিয়ে দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, যাতায়াত, যোগাযোগ সহজ করা এবং তাদের অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রতিবন্ধীদের প্রয়োজনীয়তার নিরিখে প্রতিটি খাতে যথাযথ বরাদ্দ নিশ্চিত করা হলে প্রতিবন্ধী ব্যক্তিরা উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত হতে পারবে বলেও উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে বক্তারা কিছু দাবি পুনর্বিবেচনা করতে অনুরোধ করেন। তার মধ্যে অন্যতম প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে উপবৃত্তির সংখ্যা যৌক্তিক পর্যায়ে বাড়ানো, প্রতিবন্ধী ব্যক্তিদের মানব সম্পদে পরিণত করতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বাজেট বরাদ্দ, প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ শুরু, ডিজিটাল বাংলাদেশের সকল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে তথ্য-প্রযুক্তি সেবাসহ সকল ওয়েব সাইট, সরকারী ই-সার্ভিস প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগীকরণ ও ভৌত অবকাঠামোগত প্রবেশগম্যতা নিশ্চিত করতে বাজেট বরাদ্দ, প্রবেশগম্য পরিবহন আমদানির ব্যবস্থা, বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইশারা ভাষা গবেষণা ইনস্টিটিউট স্থাপন, প্রতিবন্ধী উদ্যোক্তা উন্নয়ন তহবিলে বরাদ্দ, শিশু বাজেটের ন্যায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে প্রতিবেদন প্রকাশ, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দ প্রভৃতি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ ইতোমধ্যে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলের সঙ্গে সঙ্গতি রেখে একটি উন্নয়ন ফলাফল কাঠামো তৈরি করেছে। এ প্রস্ততিমূলক পদক্ষেপের দৃষ্টিকোণ থেকে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বক্তারা। তবে সমাজকল্যাণ মন্ত্রণালয় নয়, সকল মন্ত্রণালয় সমন্বিত উদ্যোগে এক হয়ে কাজ করলে প্রতিবন্ধীদের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাদেরও সামাজিক অধিকার ও কর্মসংস্থানসহ সামগ্রিক উন্নয়ন হবে। এ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ ডিআরএফ গ্রান্টি কোÑঅর্ডিনেশন কমিটি যৌথ উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০১৭-১৮: প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থান’ বিষয়ক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে লিখিত প্রতিক্রিয়া উপস্থাপন করেন এ্যাকসেস বাংলাদেশের আলবার্ট মোল্লা, সঞ্চালনা করেন ইপসা’র ভাস্কর ভট্টাচার্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ভিপস এর নাজমা আরা বেগম পপি।
×