ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে শেখ হাসিনার বিকল্প নেই

প্রকাশিত: ০৬:২৩, ৪ জুন ২০১৭

স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে শেখ হাসিনার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ দেশের ব্যাপক উন্নয়ন ও জঙ্গী দমনে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ভোট দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। এবারের বাজেট সত্যিকার অর্থেই উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষার বাজেট উল্লেখ করে তিনি এও বলেছেন, দেশের মানুষের আয় বেড়েছে, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কাজের অগ্রগতি পরিদর্শন এবং বিকেলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি জেলা প্রশাসন আয়োজিত অফিসার্স ক্লাবে ইফতার মাহফিলে অংশ নেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় প্রবৃদ্ধির হারও বেড়েছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, শেখ হাসিনা সরকার পদ্মা সেতু নির্মাণসহ দেশে উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় উত্তর বঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার সিরাজগঞ্জের শিয়ালকোলে ৩০ একর জমির ওপর প্রায় সাড়ে পৌনে সাতশ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ। এছাড়াও সিরাজগঞ্জে যমুনা নদী শাসন, স্বাস্থ্য বিভাগের আড়াইশ’ শয্যার হাসপাতাল ভবন, আই এইচটি ভবন, রাস্তা-ঘাট শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজার কোটি টাকার নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। ইতোমধ্যেই প্রাথমিক পর্যায়ে ২শ’ কোটি টাকার কাজ চলমান। বিশাল কর্মযজ্ঞের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কাজ ২০১৯ সালের জুন মাসে শেষ হবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শন সময়ে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুননাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, প্রকল্প পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, স্বাস্থ্য প্রকৌশ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানিউল হক দানি, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার সিদ্দিকা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপিসহ উপজেরা চেয়ারম্যানগণ। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবারের বাজেট সত্যিকার অর্থেই উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষার বাজেট। বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে ব্যাংকে আমানতের ওপর আবগারি শুল্ক অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেচনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেনÑ দেশের মানুষের আয় বেড়েছে, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিত্তশালীরা যদি কর না দেন তাহলে দেশের উন্নয়ন হবে কী ভাবে প্রশ্ন রেখে তিনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
×