ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্লাস্টিকের চাল!

প্রকাশিত: ০৬:১৪, ৪ জুন ২০১৭

প্লাস্টিকের চাল!

নকল ডিম নিয়ে আলোচনা-সমালোচনা শেষ হতে না হতেই এবার দেখা মিলল নকল চালের! ভারতের রাজধানীতে দিল্লীতে পাওয়া গেছে এ প্লাস্টিকের চালের সন্ধান। সম্প্রতি একটি রেস্তোরাঁয় এক নারী ক্রেতাকে প্লাস্টিকের চাল পরিবেশন করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে স্থানীয় মিডিয়াগুলো। ভুক্তভোগী ওই নারীর মতে, দিল্লীর একটি বিখ্যাত রেস্তোরাঁয় খেতে যান তিনি। সেখানে তাকে যে ভাত দেয়া হয়, সেই চাল ছিল প্লাস্টিকের। তার অভিযোগের পর বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লী সরকারের খাদ্য বিভাগ। তাকে রেস্তোরাঁয় যে ভাত দেয়া হয়; তা খাদ্য বিভাগে হস্তান্তর করেছেন কান্তা আলরিয়া নামের ওই নারী। দেখা গেছে, প্লাস্টিকের পিং পং বলের মতো ওই ভাতের দলা লাফাচ্ছে। বিষয়টি দেখে অবাক হয়ে যান রেস্তোরাঁর মালিকও। শুধু খাদ্য বিভাগ ও রেস্তোরাঁর মালিকই নয়; পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন কান্তা। -ওয়েবসাইট
×