ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইকোনমিস্টের নিবন্ধ

ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ভুল করেছে হাসিনা সরকার

প্রকাশিত: ০৬:১৩, ৪ জুন ২০১৭

ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ভুল করেছে হাসিনা সরকার

জনকণ্ঠ ডেস্ক ॥ গত ১ জুন লন্ডনভিত্তিক পত্রিকা ‘ইকোনমিস্ট’-এর সর্বশেষ এক নিবন্ধে দাবি করা হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকার নিজের দুঃশাসন ঢাকতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ভুল করেছে। সুপ্রীমকোর্টের সামনে থেকে ভাস্কর্য সরিয়ে ফেলার বিষয়ে এতে আরও বলা হয়: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশে হেফাজত ইসলামের মতো ইসলামপন্থীদের মন জয় করার যে চেষ্টা করছে তা কখনই সফল হবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়েছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের ধরপাকড়সহ নানা বিষয় নিয়ে দেশের ক্ষমতাসীন সরকারের সমালোচনা করা হয় প্রকাশক নিবন্ধে। এর সমাধান হিসেবে গণতন্ত্রের উন্মুক্ত চর্চার ওপর গুরুত্ব দেয়ার কথা বলেছে ইকোনমিস্ট।
×