ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বজ্রপাতে কিশোরীসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৭, ৪ জুন ২০১৭

নওগাঁয় বজ্রপাতে কিশোরীসহ তিনজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ জুন ॥ নওগাঁর সাপাহারে ও পতœীতলায় শুক্রবার সন্ধ্যায় কিশোরীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ২ জন। আহতরা সাপাহার হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গেছে, ওইদিন ইফতারির আগমুহূর্তে হঠাৎ আকাশে ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে প্রচ- শব্দে শুরু হয় বজ্রপাত। এ সময় সাপাহার উপজেলার প্রত্যন্ত কুচিন্দা গ্রামের মোসলেম উদ্দীনের পুত্র সহিদুল ইসলাম (৪৮) ও একই গ্রামের মাহফুজুল হক চৌধুরীর ছেলে রসি চৌধুরী (৩০) তাদের আম বাগান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় তাদের ওপর বজ্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে তারা মাটিতে লুটিয়ে পড়ে। সংবাদ পেয়ে তাদের বাড়ির লোকজন সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন। অপরদিকে উচাডাঙ্গা গ্রামের শামসুল হকের পুত্রবধূ ওই সময় রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত থাকলে বাড়ির পাশের তাল গাছে বজ্রপাত ঘটে। এতে তার ছেলে আব্দুর রহিম (২৮) ও পুত্রবধূ ছবি আক্তার (২০) গুরুতর আহত হয়। অপরদিকে একই সময় পার্শ্ববর্তী পতœীতলা উপজেলার মাটিন্দর ইউপির কামারপাড়া এলাকায় মরিয়ম (১৫) নামে এক কিশোরী বজ্রপাতে নিহত হয়েছে। নিহত কিশোরী মরিয়ম ওই গ্রামের মৃত মকবুল হোসেনের মেয়ে।
×