ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দলকে রানী এলিজাবেথ শেখ হাসিনার শুভেচ্ছা

প্রকাশিত: ০৬:০৬, ৪ জুন ২০১৭

বাংলাদেশ দলকে রানী এলিজাবেথ শেখ হাসিনার শুভেচ্ছা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা শুরু করে দিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ হেরেও গেছে। সামনে আরও দুটি ম্যাচ আছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটিতে জিততে পারলে সেমিফাইনালে উঠবে। আর যে কোন একটি ম্যাচ হেরে গেলেই বিদায় নেবে। সামনের দুটি ম্যাচের আগে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাজ্যের রানী এলিজাবেথের শুভেচ্ছা পেল বাংলাদেশ ক্রিকেট দল। এ শুভেচ্ছা মিলল যুক্তরাজ্যের বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের মাধ্যমে। বৃহস্পতিবার বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলেছে। ৮ উইকেটে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরেছে। এই ম্যাচ হারের পর শুক্রবার ক্রিকেটাররা একদিনের বিরতি পেয়েছেন। বিশ্রাম নিয়েছেন। এ বিশ্রামের দিনেই যুক্তরাজ্যের বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়ে একটি অনুষ্ঠান করেছে। যেখানে ইফতার পার্টির ব্যবস্থা করা হয়েছিল। এ আয়োজনে ক্রিকেটাররাও সাড়া দেন। দলের সব ক্রিকেটার অনুষ্ঠানে হাজির হন। এমনকি দলের দেশী-বিদেশী কোচিং স্টাফের সবাই হাজির হন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরাও উপস্থিত হন। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে স্যুভেনির হিসেবে একটি ম্যাগাজিনও ছাপানো হয়। সেই ম্যাগাজিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রানী এলিজাবেথ বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান। শুধু শেখ হাসিনা কিংবা রানী এলিজাবেথই নন, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইনও শুভেচ্ছা জানান।
×