ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জিততে মরিয়া পাক-ভারত দু’দলই

প্রকাশিত: ০৬:০৬, ৪ জুন ২০১৭

জিততে মরিয়া পাক-ভারত দু’দলই

শাকিল আহমেদ মিরাজ ॥ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ আজ। বার্মিহামের এজবাস্টনে ব্যাট-বলের লড়াইয়ে মুখোমুখি উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি, সম্পর্কের বিচারে চিরবৈরী দুই দেশ। পঞ্চাশ ওভারের ক্রিকেট দর্শনে অধীর গোটা বিশ্ব ক্রীড়াঙ্গন। শনিবারের সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, প্রতিপক্ষ নিয়ে ভাবছে না তার দল। এটিকে বিশেষ ম্যাচ বলতেও রাজি নন তিনি, লক্ষ্য একটাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। রঙিন পোশাকের পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদেরও অভিন্ন লক্ষ্য। রাজনৈতিক টানাপোড়েনের কারণে দীর্ঘদিন যাবত ক্রিকেটভক্তরা দ্বিপক্ষীয় সিরিজ দেখার সুযোগ থেকে বঞ্চিত। সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল দল দু’টি। তাদের অপেক্ষা আইসিসির কোন ইভেন্ট বা অন্য কোন টুর্নামেন্টের। সর্বশেষ সেই ওয়ানডে সিরিজের পর তিনবার মুখোমুখি হয় তারা। একটি চ্যাম্পিয়ন্স ট্রফি, পরেরটি এশিয়া কাপে এবং শেষটি ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে। এবার আবারও ভারত-পাকিস্তানের দেখা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে যাচ্ছে তারা। আগের তিনবারের মধ্যে দু’বার পাকিস্তান ও একবার জয়ী হয় ভারত। তাই চতুর্থ লড়াইটি পাকিস্তানের আরও একধাপ এগিয়ে যাওয়া নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে ভারতের সমতা? সেটিই দেখার অপেক্ষা। কাগজে-কলমে শক্তির বিচারে বেশ এগিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তবে চলমান বছরে মাত্র একটি ওয়ানডে সিরিজ খেলেছে টিম-ইন্ডিয়া। দেশের মাটিতে তিন ম্যাচের ঐ সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় বিরাট কোহলির দল। ওয়ানডে অধিনায়ক হিসেবে কোহলির সেটিই ছিল প্রথম এ্যাসাইনমেন্ট। টেস্ট ম্যাচ বেশি থাকায় ওয়ানডেতে নিজেদের নিয়ে খুব বেশি পরীক্ষা করতে পারেনি ভারত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের নিয়ে বেশ ভালই ঝালিয়ে নিয়েছে কোহলিরা। নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে ৪৫ রানে ও বাংলাদেশকে হারিয়েছে ২৪০ রানের বিশাল ব্যবধানে। ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে ভারত অধিনায়ক ও দলের বড় তারকা বিরাট কোহলি বলেছিলেন, ‘আমরা সবসময়ই বলেছি, জয়ের জন্য আমরা ক্ষুধার্ত থাকি।’ কোহলির নেতৃত্বে ভারত দলকে সেরা ব্যাটিং লাইন-আপ বলে কিছুদিন আগে আইসিসি’র নিজস্ব ওয়েবসাইটে এক কলামে লেখেন প্রতিপক্ষ দলের সাবেক তারকা শহীদ আফ্রিদি, ‘কোহলির কাঁধে চলে ভারত সামনের দিকে এগিয়ে যায়। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি সকলেই ম্যাচ জয়ী খেলোয়াড়। মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের গড়া বোলিং আক্রমণ দারুণ ভারসাম্যপূর্ণ।’ তবে পাকিস্তান দলের ব্যাটিংয়ে তিন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও অধিনায়ক সরফরাজ ছাড়া আশা করার মতো পারফর্ম নেই। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দারুণ সরফরাজ। ‘আমাদের কিছুই হারাবার নেই, আমরা শুধু আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। আমরা এই টুর্নামেন্টে ভাল খেলার ব্যাপারে আশাবাদী এবং এটি আমরা জিততে চাই। ভারতকে হারিয়ে আসর শুরু করতে চাই।’ বলেন তিনি।
×