ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে এ্যাটর্নি জেনারেল

বিচারপতি অদক্ষ বা অসমর্থ হলে পার্লামেন্টে অপসারণের ব্যবস্থা থাকা উচিত

প্রকাশিত: ০৬:০৫, ৪ জুন ২০১৭

বিচারপতি অদক্ষ বা অসমর্থ হলে পার্লামেন্টে অপসারণের ব্যবস্থা থাকা উচিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, ষোড়শ সংশোধনীর শুনানি শেষ হয়েছে, আদালত যে কোন সময় রায় দিবে। আইন বিভাগ, শাসন বিভাগের দায়বদ্ধতা আছে। পার্লামেন্টের মেম্বাররা ৫ বছর এলাকায় যায়, জনগণই তাদের বিচার করে। খারাপ কিছু করলে তাদের ভোট দেয় না। বিচারপতিদের তো জনগণ এভাবে করতে পারে না। তাদের বিচারটা এভাবে হওয়া উচিত, যাতে পার্লামেন্টের কিছু বলার থাকে, আমি এটাই বলেছি। আমি এটা বলিনি যে- পার্লামেন্ট তাদের বিচার করবে। তাদের ব্যাপারে তদন্ত কিভাবে করবে সেটা আইনে নির্ধারিত হবে এবং শেষ মুহূর্তে যদি মনে করে যে এই বিচারপতি উনি অদক্ষ বা অসমর্থ বা অসদাচরণের দায়ে অভিযুক্ত তবে পার্লামেন্ট তাকে রেজোল্যুশন নিয়ে অপসারণের বন্দোবস্ত করবে। এটাই যদি হয় তবে আমার মতে জনগণের সার্বভৌমত্বটা বজায় থাকবে। তিনি শনিবার রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদ মিলনাতয়নে ও তার নিজ গ্রামের বাড়ি হলদিয়া ইউনিয়নের মৌছায় ২শ’ গরিব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শেষে প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথমে কনকসার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ও পরে নিজ বাড়িতে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৮ কেজি চাল, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি মুসুর ডাল, ১ প্যাকেট করে সেমাই ও ইসপগুলের ভূষি। কনকসার ইউনিয়ন পরিষদ মিলনাতয়নে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনকসার গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য নূহ- আলম লেনিন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম বেপারী, সমাজসেবক জামাল হোসেন মাস্টার, আবদুল কাদির মুন্সী, কনকসার ইউপি সচিব মোঃ শফিকুল ইসলাম, একই ইউনিয়নের চার সদস্য যথাক্রমে রবেদা বেগম, তাহমিনা খান, আতাহার হোসেন ফল মোড়ল, ডাঃ আবদুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শম্ভুনাথ দাস ও কনকসার ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমুখ।
×