ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতা বাড়ল

প্রকাশিত: ০৪:১০, ৪ জুন ২০১৭

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতা বাড়ল

উত্তর কোরিয়ার উপর্যুপরি ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় দেশটির ওপর আরোপিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়ানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন ও বেজিংয়ের যৌথ সম্মতিতে গ্রহণ করা প্রস্তাব অনুযায়ী শুক্রবার নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়। খবর ট্রেইট টাইমস ও সাউথ চায়না মর্নিং পোস্ট অনলাইনের। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পাঁচ সপ্তাহ ধরে আলোচনার পর নিষেধাজ্ঞা প্রস্তাবটি প্রস্তুত করা হয়। প্রস্তাবটি ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। গৃহীত প্রস্তাবে উত্তর কোরিয়ার কয়েকটি কোম্পানি ও ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। এর মধ্যে উত্তর কোরিয়ার কোরিও ব্যাংক, কোরিয়ান পিপলস আর্মির কৌশলগত রকেট বাহিনী ও দেশটির ১৪ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কালো তালিকাভুক্ত এসব কোম্পানি ও কর্মকর্তার বিদেশে থাকা সম্পদ জব্দ করা হবে এবং জাতিসংঘের সদস্যভুক্ত দেশের কোন কোম্পানি বা ব্যক্তি এদের সঙ্গে লেনদেন করতে পারবে না। নিষেধাজ্ঞার আওতাভুক্ত কর্মকর্তাদের মধ্যে উত্তর কোরিয়ার বৈদেশিক গোয়েন্দা বিভাগের প্রধানও রয়েছেন। এসব কর্মকর্তা ২০০৬ সালে জাতিসংঘ কর্তৃক দেশটির কালো তালিকাভুক্ত কর্মকর্তাদের তালিকায় নতুন করে যুক্ত হবেন এবং তারা জাতিসংঘের সদস্য দেশগুলোতে ভ্রমণের অনুমতি পাবেন না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ২০০৬ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীর ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর দেশটির পাঁচটি পারমাণবিক পরীক্ষা ও দুটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নিষেধাজ্ঞার আওতা আরও বৃদ্ধি করে নিরাপত্তা পরিষদ। এর পরও নিষেধাজ্ঞা অমান্য করে নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী অব্যাহত রাখে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে আত্মরক্ষার স্বার্থেই তাদের এই কর্মসূচী চালিয়ে যাওয়ার দরকার বলে দাবি করছে দেশটি। স্বয়ংক্রিয় টয়লেট অভিনব প্রযুক্তির কমোড নিয়ে হাজির হয়েছে জাপানের একটি টয়লেট নির্মাতা প্রতিষ্ঠান। ঠা-ায় গরম হওয়ার সিট, এনার্জি সেভিং এবং স্বয়ংক্রিয় ডোর ওপেন সিস্টেম নতুন এ কমোডে অন্তর্ভুক্ত করেছে টোটো নামের প্রতিষ্ঠানটি। টোটো নির্মিত বেশিরভাগ টয়লেটেই রিমোট কন্ট্রোলে চলে। এশিয়ায় ভালোই চাহিদা রয়েছে এ ধরনের কমোডের এবং প্রতিটি কমোডের দাম ১০ হাজার ২০০ মার্কিন ডলার।-ওয়েবসাইট কর্পস ফ্লাওয়ার যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি উদ্যানে ঘটেছে এক বিরল ঘটনা। সেখানে একসঙ্গে দুটি কর্পস ফ্লাওয়ার ফুটেছে। সাধারণত একসঙ্গে দুটো কর্পস ফ্লাওয়ার ফুটতে দেখা যায় না। এই ফুল অসহনীয় দুর্গন্ধ ছড়ায়। বনবাদাড় ছাড়া এ ফুলের দেখা পাওয়া যায় না। আবার সব বনেই যে আছে, তাও নয়। এ কারণে এ ফুল ফোটা এক বিরল ঘটনা। শুক্রবার ফুল দুটি দেখতে সেখানে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।-এএফপি
×