ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানেকা গান্ধী হাসপাতালে

প্রকাশিত: ০৪:০৯, ৪ জুন ২০১৭

মানেকা গান্ধী হাসপাতালে

ভারতের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্রবধূ মানেকা গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেটে প্রচ- ব্যথার কারণে ৬০ বছর বয়সী মানেকাকে শুক্রবার রাতে দিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি করা হয়েছে। খবর সিনহুয়ার। শুক্রবার সকালে তার নির্বাচনী আসন উত্তর প্রদেশের পিলিভিত সফরকালে পেটে প্রচ- ব্যথা দেখা দিলে জ্যেষ্ঠ এই মন্ত্রীকে প্রথমে স্থানীয় একটি সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বিমানে করে দিল্লীতে নিয়ে আসা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার পর মানেকার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, একদল চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। তিনি ভাল আছেন। একদিন তাকে এআইআইএমএস হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। ১৯৭৪ সালে মানেকা ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীকে বিয়ে করেন। বিমান দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর তিনি রাজনীতিতে পা রাখেন। হ্যাকাররা বিশ্বের যে কোন স্থানেরই হতে পারে ॥ পুতিন গত বছর নবেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায় যারা হ্যাকিং করেছে, তারা বিশ্বের যে কোন স্থানেরই হতে পারে। শুক্রবার এক সাক্ষাতকালে রুশ প্রেসিডন্ট ভøাদিমির পুতিন একথা বলেছেন। এই অপতৎপরতার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে মার্কিন গোয়েন্দাদের দাবির প্রতিও প্রশ্ন তোলেন তিনি। খবর এএফপি’র। পুতিন এনবিসি নিউজকে বলেন, ‘ওই হ্যাকাররা যে কোন প্রান্তেরই হতে পারে। তারা রাশিয়া, এশিয়া এমনকি আমেরিকা বা লাতিন আমেরিকারও হতে পারে।’ রুশ প্রেসিডেন্ট বলেন, ‘এরা অপকর্মটি করে চাতুর্যের সঙ্গে রাশিয়ার ঘাড়ে দোষ চাপাচ্ছে এবং যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে রাশিয়াকেই দুষছে।’ শুক্রবার সাক্ষাতকারটি আংশিকভাবে প্রকাশ করা হয়। রবিবার এটি সম্পূর্ণ প্রচার করবে এনবিসি নিউজ। এতে তিনি এও বলেন, যুক্তরাষ্ট্র থেকে এই সাইবার হামলা এমনভাবে চালানো হয় যাতে করে এর উৎস রাশিয়া বলে মনে করা হয়। অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে এটি করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গত বছরের নির্বাচনী প্রচারের সময় রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোটারদের প্রভাবিত করতে হ্যাকিংয়ের নির্দেশ দেয়ার জন্য পুতিনকে অভিযুক্ত করেছে।
×