ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আটক ৭, জিহাদী বই মূর্তি জব্দ

মাগুরায় জঙ্গী সন্দেহে জামায়াত নেতার বাড়িতে অভিযান

প্রকাশিত: ০৮:০১, ৩ জুন ২০১৭

মাগুরায় জঙ্গী সন্দেহে জামায়াত নেতার বাড়িতে অভিযান

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২ জুন ॥ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাগুরা জেলার শালিখার উপজেলার আড়পাড়ায় জঙ্গী সন্দেহে জামায়াত নেতা এ্যাডভোকেট ফরিদ হোসেনের বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। পুলিশ বাড়ির মালিক জামায়াত নেতা এ্যাডভোকেট ফরিদ হোসেনকেও গ্রেফতার করেছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, জঙ্গী সন্দেহে জামায়াতের জেলা পর্যায়ের নেতা ও মাগুরা জেলা জজ আদালতের এ্যাডভোকেট ফরিদ হোসেনের বাড়ি ঘেরাও করে পুলিশ অভিযান চালায়। সেখান বৈঠকরত অবস্থায় জঙ্গী সন্দেহে বাচ্চু, ওবায়দুল, আবুল বাশার, রবিউল, জাহিদুল, আনোয়ার, জাহাঙ্গীরকে গ্রেফতার করে। সেখান থেকে বেশ কিছু জিহাদী, বই বাল্ভ তৈরির ডিভাইস, ২টি পিতলের মূর্তিসহ কয়েকটি ছোট মূর্তি, জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ৭ জনের বাড়ি ফরিদপুর জেলায়। তারা শুক্রবার ফরিদপুর থেকে উক্ত এলাকায় এসে বাড়িটি ভাড়া নিয়েছিল। এই বাড়ি ভাড়া নিয়ে তারা নাশকতার পরিকল্পনা নিয়েছিল বলে সন্দেহ করা হয়েছে। তবে অভিযানকালে উক্ত বাড়ি থেকে কোন বিস্ফোরক পাওয়া যায়নি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
×