ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় গুলিতে চরমপন্থি দলের সদস্য নিহত

প্রকাশিত: ০৭:৪৫, ৩ জুন ২০১৭

খুলনায় গুলিতে চরমপন্থি দলের সদস্য নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীতে সন্ত্রাসীদের গুলিতে শেখ ইকবাল সরোয়ার ওরফে ‘ইকবাল হুজুর’ (৪৮) নামে এক চরমপন্থি দলের সদস্য নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরের মিনাক্ষী সিনেমা হলের সামনে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত ইকবাল হোসেন স্থানীয় আঞ্জুমান রোড এলাকার মৃত শেখ মনসুর আহমেদের ছেলে। তিনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে চরমপন্থি দল নেতা হোজি শহীদ হত্যা মামলা রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন বলেও সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চরমপন্থি দলের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (টাইগার খোকন) সদস্য শেখ ইকবাল সরোয়ার ওরফে ‘ইকবাল হুজুর’ রাত ৮টার দিকে নগরীর দৌলতপুর মিনাক্ষী সিনেমা হলের সামনে আঞ্জুমান মসজিদ ও কবরখানা সংলগ্ন স্থানে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে তাকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করে পালিয়ে যায়। গুলি তার বুকে, হাতে এবং পিঠে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
×