ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও একটি গাড়ি ফেরত দিল বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৭:৪২, ৩ জুন ২০১৭

আরও একটি গাড়ি ফেরত দিল বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার ॥ শুল্ক গোয়েন্দা বিভাগের চাপের মুখে অবৈধ গাড়ি নিয়ে বেকায়দায় পড়েছে বিশ্বব্যাংক। একের পর এক গাড়ি জব্দের পর বিশ্বব্যাংক এখন স্বেচ্ছায় গাড়ি ফেরত দিতে শুরু করেছে। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায়ও একটি গাড়ি হস্তান্তর করেছে বিশ্বব্যাংকের কান্ট্রি অফিস। বিশ্বব্যাংক বলছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ উদ্যোগে গাড়িটি জমা দেয়া হয়। জানা যায়, ঢাকায় এ গাড়িটির ব্যবহারকারী ছিলেন টমাস মাইকেল কায়ে। তিনি বিশ্বব্যাংক বাংলাদেশে কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশে অবস্থানকালীন তিনি ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে এই গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় ক্রয় করেন। কাস্টমস পাসবুক নম্বর : সিবিসি০০২১/১৫, ২০১৫ সালে ইস্যুকৃত। ব্যবহৃত গাড়ির রেজি নং: এজব-০১০১, চেসিস নং- কেএসপি৯০-২০৮৮৭৬, ইঞ্জিন নং-১কেএ-০৬৮৮৬৮১, সিসি-৯৯০, মডেল-ঞড়ুড়ঃধ ঠরঃু, তৈরির সন-২০০৯, গাড়ির রং-সিলভার। গাডির আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ সম্পর্কে ড. মইনুল খান জানান, টমাস মাইকেল কায়ে ২০১৬ সালে বাংলাদেশে এ্যাসাইমেন্ট শেষ করে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন। আইন অনুযায়ী তিনি বাংলাদেশ ত্যাগের পূর্বে ব্যবহৃত কাস্টমস পাসবুক ও গাড়িটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে যাননি। তবে শুল্ক গোয়েন্দা বিভাগের সাম্প্রতিক তদন্তের আলোকে বিশ্বব্যাংক কান্ট্রি অফিস নিজেরাই স্বউদ্যোগে গাড়িটির সন্ধান করে স্বেচ্ছায় জমা দেন। শুল্ক গোয়েন্দায় বাংলাদেশে বিভিন্ন বিদেশী সংস্থায় কর্মরত প্রিভিলেজড পার্সনদের শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার সংক্রান্ত তদন্ত চলমান রয়েছে। কতিপয় প্রিভিলেজড পারসন কর্তৃক এই সুবিধার অপব্যবহারের ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্বের ক্ষতি হয়েছে।
×