ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদ্মার ইলিশ এখন অতীত

প্রকাশিত: ০৭:০৮, ৩ জুন ২০১৭

পদ্মার ইলিশ এখন অতীত

পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা প্রাচীন শহর রাজশাহী। এককালে এই পদ্মা ছিল প্রমত্তা। দু’কূল উপচানো জল আর বিশাল ঢেউ আছড়ে পড়ত নদী তীরে। ভরা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে রূপালি ইলিশ। স্বাদে অতুলনীয় সেই ইলিশ। কিন্তু পদ্মার সেই ইলিশ এখন অতীত। রাজশাহীর পদ্মা নদীতে আর দেখা মেলে না রূপালি ইলিশের। তাই নগরবাসীর ইলিশের চাহিদা পূরণে এখন আমদানিই একমাত্র ভরসা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইলিশ জমা হয় নগরীর আড়তগুলোতে। সেখান থেকে পাইকাররা ইলিশ সংগ্রহ করে নিয়ে যায় বিভিন্ন বাজারে। রাজশাহীতে ইলিশের সবচেয়ে বড় আড়ত নিউ মার্কেট এলাকায়। বরিশাল, মহীপুর, পাথরঘাটা, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট ও পটুয়া থেকে ট্রেন, বাস ও ট্রাকযোগে ইলিশের চালান আসে এ আড়তে। নগরীর বিভিন্ন বাজারের মাছ বিক্রেতারা সকাল থেকেই ভীড় জমায় আড়তে। সকাল ৮টা থেকে শুরু হয় ইলিশের বেচাকেনা। তারপর ইলিশ কিনে পাইকাররা ছুটে যায় নগরীর বাজারগুলোতে। তাদের কাছ থেকে ইলিশ কেনে ক্রেতারা। সরেজমিনে নিউ মার্কেট এলাকায় ইলিশের আড়তে গিয়ে দেখা যায় পাইকারদের ভিড়। মহানগরীর বাজারগুলো ছাড়াও রাজশাহীর বিভিন্ন প্রান্তিক এলাকার হাট-বাজারের পাইকাররাও এসেছে ইলিশ কিনতে। নিউ মার্কেটের পেছনের দিকে শফি-সালেক ও জান মোহাম্মদ আড়তে বিক্রির জন্য ইলিশের ওজন করে নিলামে তুলছে শ্রমিকরা। তারপর দাম হেঁকে সর্বোচ্চ দরদাতা কিনছে ইলিশ। -মামুন-অর-রশিদ, রাজশাহী থেকে
×