ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহী মহানগর সম্প্রসারণের উদ্যোগ রাসিকের

প্রকাশিত: ০৭:০৭, ৩ জুন ২০১৭

রাজশাহী মহানগর সম্প্রসারণের উদ্যোগ রাসিকের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) আয়তন আর তিনগুণ সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে রাসিক কর্তৃপক্ষ প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। তৈরি করা হয়েছে প্রাথমিক পরিকল্পনার ছকও। ২০১৭-১৮ অর্থবছরে এ পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হবে। রাসিকের প্রকৌশল বিভাগ জানায়, রাজশাহী মহানগরীর বর্তমান আয়তন ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটার। তবে আধুনিক নগরায়নের কথা মাথায় রেখে মহানগরীর এলাকা আরও তিনগুণ বেশি বৃদ্ধি করার পরিকল্পনা নেয়া হয়েছে। আগামীতে মহানগরীকে ৩৫০ বর্গকিলোমিটারে বর্ধিত করার পরিকল্পনা করা হয়েছে। রাসিকের নির্বাহী প্রকৌশলী মুহম্মদ গোলাম মুর্শেদ জানান, এ বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়েছে। শহর বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে মূলত, উত্তরের নওহাটা ব্রিজ পর্যন্ত। এছাড়া অন্য দুই দিকে কাঁটাখালী পৌরসভা ও পবা উপজেলার হরিপুরের কিছু অংশ সিটির আওতায় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দক্ষিণে পদ্মা নদী বাদ দিয়ে তিন দিকের এ জায়গাগুলো সিটি কর্পোরেশনের মধ্যে নিতে পারলে বর্তমান নগরীর আয়তন তিনগুণ বৃদ্ধি পাবে। রাসিকের প্রকৌশল দফতর জানায়, রাজশাহী মহানগর যে আয়তনে আছে তা কিছুটা অগোছালো। শহরের মানুষ বাড়ছে। রাজশাহী নগরী যাতে অপরিকল্পিত নগরায়ন না হয় সে জন্য এখন থেকেই পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। শহরের আয়তন সম্প্রসারিত না হলে আগামীতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। নির্বাহী প্রকৌশলী মুহম্মদ গোলাম মুর্শেদ জানান, আগামী অর্থবছরেই এর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হবে। মহানগরীকে সুন্দর পরিকল্পনার মধ্যে আনার জন্য এবং আগামী প্রজন্মকে সুন্দর নগরী উপহার দেয়ার জন্য এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ভিশন ২০৫০ অর্জনে এবার বাজেটে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নাগরিক সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে অন্যান্য সিটি কর্পোরেশনের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। মেয়র জানান, ইতোমধ্যে রংপুরসহ অন্য সিটি কর্পোরেশনগুলোর আয়তন কয়েকগুণ করে বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে রাজশাহী পিছিয়ে আছে। তাই বর্তমানে ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটার হতে প্রায় ৩৫০ বর্গকিলোমিটারে বর্ধিত করার পরিকল্পনা করা হচ্ছে রাজশাহীর নগরীর এরিয়া। আগামী অর্থবছরে তা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
×