ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রমজানের শুরুতেই জমে উঠছে রাজধানীর বিপণিবিতান

প্রকাশিত: ০৭:০৬, ৩ জুন ২০১৭

রমজানের শুরুতেই জমে উঠছে রাজধানীর বিপণিবিতান

অর্থনৈতিক রিপোর্টার ॥ রমজানের শুরুতেই জমে উঠতে শুরু করেছে রাজধানীর বিপণিবিতানগুলো। যুগোপযোগী আর বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। পছন্দের পোশাক কিনতে আগেভাগেই শপিংমলগুলোতে ভিড় করছেন ক্রেতারা। রোজা শুরু মানেই যেন ঈদের কেনাটাকাটার ব্যস্ততা। গেলবারের ধারাবাহিকতায় এবারও রমজানের প্রথম দিনই শপিংমলগুলোতে ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো। বলছেন, ভিড়বাট্টা এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতেই আগেভাগে আসা। ঋতুভেদে পোশাকের রং, কাপড় আর ডিজাইনে বৈচিত্র্য চোখে পড়ে প্রতি বছরই। এবার ঈদ পড়ছে তীব্র গরমে। তাই পোশাকে প্রাধান্য পাচ্ছে হালকা রং। বিক্রেতারা বলছেন, এরই মধ্যে বেশকিছু পোশাকের নতুন কালেকশন এসেছে। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবিসহ বাচ্চাদের পোশাকের ডিজাইনেও আনা হয়েছে ভিন্নতা। কাপড় কেনার পর পোশাক বানাতে অনেককেই যেতে হবে দর্জিবাড়ি। আবার কেউ কেউ উপহার হিসেবে পাঠিয়ে দেবেন প্রিয়জনকে। বিক্রেতাদের প্রত্যাশা, সপ্তাহ না ঘুরতেই ক্রেতাদের আনাগোনা বাড়বে অনেক। নগরীর ফুটপাথ দখলমুক্ত অভিযানে সিসিক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর ফুটপাথ দখলমুক্ত করার অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে এ অভিযান শুরু হয়। ফুটপাথ দখলমুক্ত করার আদালতের দেয়া নির্দেশনার প্রেক্ষিতে এ অভিযান শুরু হয়। সিলেট জেলা আইনজীবী সমিতির এক আবেদনের শুনানি শেষে গত ২৫ মে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মোঃ সাইফুজ্জামান হিরো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংলগ্ন ফুটপাথে অবৈধ দখলদার, নেপথ্যে থাকা দখলদার পক্ষের ব্যক্তিদের নাম, ঠিকানা তদন্ত করে সাত দিনের মধ্যে তা আদালতে দাখিল করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছিলেন। এ কাজে সিটি কর্পোরেশনকে সহায়তা করতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ দেয়া হয়েছিল। গত ৩১ মে সিলেট জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোঃ জয়নাল আবেদীন সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাথে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সিটি মেয়র, এসএমপি কমিশনার, জেলা প্রশাসক ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধসহ নির্দেশ প্রদান করেন। এ নিয়ে ২৯ মে সোমবার সিলেটের বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দকে নিয়ে জরুরী বৈঠক করে সিলেট সিটি কর্পোরেশন। সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩ দিনের মধ্যে সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাথ থেকে অবৈধ দখলদারদের সরে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়ে মাইকিং করে সিসিক। বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।
×