ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানা-অজানা

প্রকাশিত: ০৭:০৪, ৩ জুন ২০১৭

জানা-অজানা

* ‘ষবাবষ’ শব্দটির অক্ষরগুলো উল্টে দিলেও তা একই থাকবে। * একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকার ভিটামিন থাকে। * সুইজারল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি চকোলেট খায়। কত বেশি জানো? গড়ে প্রতিজন বছরে প্রায় ১০ কেজি চকলেট খায়। * কোথাও ভ্রমণ করার সময় মানুষ কোন জিনিসটা নিতে সবচেয়ে বেশি ভুলে যায় জানো? টুথব্রাশ। * অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যবহার করা হয়। * রঙ্গিন টেলিভিশন আবিষ্কারের পর থেকে মানুষের সাদাকাল স্বপ্ন দেখার হার কমে গেছে। উম্মে হাবিবা অহনা নয়ামাটি (পাগলা) উচ্চ বিদ্যালয় শ্রেণী-৭ম ভাবনায় বাবা দিবস জুন মাসের ৩য় রবিবার বাবা দিবস। বাবা দিবস উপলক্ষে তোমরা কি করবে, তা নিশ্চয়ই ভেবে রেখেছ। তোমাদের ভাবনায় যা আছে তা লিখে পাঠিয়ে দাওÑঝিলিমিলির ঠিকানায়। লেখা পাঠানোর শেষ সময় ১০ জুন, ২০১৭। সঙ্গে তোমার নাম, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, স্কুলের নাম, শ্রেণী, বয়স, ফোন নম্বর, বাসার ঠিকানা পাঠাতে হবে।
×