ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইটি ডটকম ডেস্ক

ইন্টারনেট প্রতিষ্ঠানে চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য

প্রকাশিত: ০৭:০১, ৩ জুন ২০১৭

ইন্টারনেট প্রতিষ্ঠানে চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য

ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে উগ্রপন্থী কনটেন্ট সরাতে চাপ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। দেশটির নিরাপত্তা মন্ত্রী বেন ওয়ালেস বলেন, ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে উগ্রপন্থী কনটেন্ট সরানোর জন্য চাপ দিতে অনেক দিক বিবেচনা করছে তারা, বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে। এর আগে দেশটির সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয় উগ্রপন্থী কনটেন্ট সরাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ ধরনের কনটেন্ট প্রচারণা এবং উগ্রপন্থীদের যোগাযোগ বন্ধ করতে প্রতিষ্ঠানগুলো যথাযথ পদক্ষেপ নেয়নি বলে উল্লেখ করা হয়। ‘আমরা বেশ কিছু দিক চিন্তা করে দেখব। আমরা দেখেছি জার্মানি জরিমানা চালুর প্রস্তাব দিয়েছে। আমরা নিশ্চিত নই এটি কাজ করবে কিনা। আর বেশ কিছু প্রতিষ্ঠানকে অনেক দিক থেকে চাপ দিতে পারি আমরা, বলেন ওয়ালেস। তিনি আরও বলেন, ‘আমরা মনে করি তারা যে এ্যালগরিদম ব্যবহার করছে তাতে পরিবর্তন আনার মতো প্রযুক্তি ও সামর্থ্য তাদের রয়েছে। এখানে একটি ব্যাপার হতে পারে তারা যেভাবে একটি পোস্টের সঙ্গে আরেকটি পোস্টকে যুক্ত করে।’ কিছু প্রতিষ্ঠানের জন্য প্রক্রিয়াটি জটিল হতে পারে বলে উল্লেখ করেন ওয়ালেস। কিন্তু কিছু প্রতিষ্ঠান উগ্রপন্থী কনটেন্ট সরাতে তাদের কার্যক্রমে উন্নতি করছে বলেও জানিয়েছেন তিনি।
×