ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী অনুদান পেলেন ছয় চলচ্চিত্র নির্মাতা

প্রকাশিত: ০৬:৫৭, ৩ জুন ২০১৭

সরকারী অনুদান পেলেন ছয় চলচ্চিত্র নির্মাতা

স্টাফ রিপোর্টার ॥ সরকারী অনুদান পেলেন ছয় চলচ্চিত্র নির্মাতা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারী পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রতিবছরের মতো ২০১৬-২০১৭ অর্থবছরে ছয়টি চলচ্চিত্র নির্মাণের জন্য এ অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার এক প্রজ্ঞাপনে অনুদান পাওয়া ছবির নাম ২৯ মে প্রকাশ করা হয়েছে। ছবিগুলো হচ্ছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনাজলের কাব্য’, তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’, শবনম ফেরদৌসীর ‘আজব সুন্দর‘, সোহানুর রহমান সোহানের শিশুতোষ চলচ্চিত্র ‘প্রিয় জন্মভূমি’, কমল সরকারের ‘দায় মুক্তি’ ও মুহাম্মদ ফেরদৌস আলম সিদ্দিকীর প্রামাণ্যচিত্র ‘একজন মরিয়ম’। এর মধ্যে প্রথম তিনটি ছবির জন্য প্রতিটি ৫০ লাখ টাকা করে, পরবর্তী দুটির জন্য ৪০ লাখ টাকা করে এবং শেষ ছবিটি ৩০ লাখ টাকার অনুদান পেয়েছে। ছটকু আহমেদের রচনায় শিশুতোষ চলচ্চিত্র ‘প্রিয় জন্মভূমি’ নির্মাণ করবেন সোহানুর রহমান সোহান। তিনি বলেন, সরকারী অনুদান পেলাম এজন্য অবশ্যই খুশি। তবে বাচ্চাদের ছবি নির্মাণ করতে আরেকটু বেশি বাজেট প্রয়োজন ছিল। ভাল মানের ছবি নির্মাণ করার ইচ্ছেটা বেশি আমার। ঈদের পর কাজটা শুরু করার ইচ্ছে রয়েছে। অন্যদিকে ‘একজন মরিয়ম’ প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করছেন নূর-ই-আলম সিদ্দিকী। ৭১-এর মুক্তিযুদ্ধের যুদ্ধশিশুদের নিয়ে প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’ নির্মাণ করে আলোচনায় ছিলেন নির্মাতা শবনম ফেরদৌসী। এবার তিনি আসছেন চলচ্চিত্র ‘আজব সুন্দর’ নির্মাণে। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন সামিয়া জামান। জসিম উদ্দিনের প্রযোজনায় নিজের কাহিনীতে চলচ্চিত্র ‘দায়মুক্তি’ নির্মাণ করবেন কমল সরকার। ‘নোনাজলের কাব্য’ নির্মাণ করবেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।
×