ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’ মঞ্চায়ন কাল

প্রকাশিত: ০৬:৫৬, ৩ জুন ২০১৭

ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’ মঞ্চায়ন কাল

স্টাফ রিপোর্টার ॥ ম্যাড থেটার প্রথম প্রযোজনা ‘নদ্দিউ নতিম’ নাটকের ২২তম মঞ্চায়ন শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। দলীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর এই প্রথম দলটি ঢাকার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে কোনো প্রদর্শনী করতে যাচ্ছে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত। নির্দেশক জানান, নাটকটি ৩টি বিশেষ কারণে দর্শকদের কাছে সমাদৃত। প্রথমত দেশে এই প্রথম নাটক যেখানে একটি শিশু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে। দ্বিতীয়ত এই নাটকে একজন মানসিক প্রতিবন্ধী শিশুর সত্য বোধকে বাঁচিয়ে রাখার জন্য একজন কবি নিজেকে মৃত্যুর মুখে সমর্পণ করে। বর্তমান সময়ে অন্য মানুষকে হত্যার জন্য একজন মানুষ নিজেকে আত্মাহুতি দিচ্ছে। কিন্তু এই নাটকে দেখা যাচ্ছে অন্য একজনকে বাঁচাতে একজন মানুষের আত্মাহুতি দান। তৃতীয়ত একটি কাল্পনিক পরিবারের গল্প বলা হয় যেটি মঞ্চে অভিনয় করে দেখায় ৩ সদস্যের একটি বাস্তব পরিবার। এর কাহিনীতে দেখা যাবে মতিন উদ্দিন নিজেকে একজন উজবেক কবি কল্পনা করে। দিনে দিনে সে হয়ে ওঠে নদ্দিউ নতিম। তার হৃদয়ের সবটুকু দখল করে থাকে সহপাঠিনী নিশু। সে তার কবি সত্ত্বাকে সাময়িক স্তিমিত রেখে কমল নামের একজন মানসিক প্রতিবন্ধী শিশুর টিউটর পদে অভিসিক্ত হয়। তার কর্মকান্ডে অসন্তুষ্টি সৃষ্টি হওয়ায় তাকে টিউটর পদ থেকে বরখাস্ত করা হয়। কিন্তু প্রতিবন্ধী শিশুটি কবিকে ভুলে না। সে জেদ ধরে কবির সঙ্গে কথা বলবেই। এক পর্যায়ে সুযোগ হয় কবির সাথে কথা বলার। কমল মতিনের সঙ্গে তার জীবনের একটি সিক্রেট শেয়ার করে, যার জন্য মতিনকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়াতে হয়।
×