ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিরোপার কাছে গাজী

প্রকাশিত: ০৬:৫৫, ৩ জুন ২০১৭

শিরোপার কাছে গাজী

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা ধরে রখার মিশনে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল আবাহনী লিমিটেড। কিন্তু শেষ মুহূর্তে এসে হোঁচট খেল তারা। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) সুপার লীগে তৃতীয় রাউন্ড শেষে এককভাবে শীর্ষে উঠেছিল তারা। কিন্তু চতুর্থ রাউন্ডে তাদের ৬ উইকেটে হারিয়ে এককভাবে এখন শীর্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর মাত্র একটি করে ম্যাচ বাকি। শেষ ম্যাচে গাজীর প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর, জিতলেই শিরোপা তাদের। আর হেরে গেলেও আবাহনী যদি শেখ জামালের সঙ্গে জিতে যায় সেক্ষেত্রে পয়েন্ট সমান হবে। আর বাকি থাকা দুই ম্যাচ জিতলে দোলেশ্বরেরও সমান ২৪ পয়েন্ট দাঁড়াবে। ওই পরিস্থিতিতে হেড-টু-হেড বিবেচনায় নিশ্চিত করা হবে এবারের লীগে কোন দলটি শিরোপা পাবে। আর এই ক্ষেত্রে এগিয়ে আছে গাজী। দিনের অপর ম্যাচে শেখ জামাল ধানম-ি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে এবারের লীগে সবচেয়ে বাজে ব্যাটিং নৈপুণ্য দেখায় আবাহনী। ওপেনার লিটন দাসকে না নামানোর কারণেই যেন মড়ক লাগে। দুই নম্বর ওভারেই দুই ওপেনারকে হারানোর পর দলীয় ২৭ রানে তৃতীয় উইকেট হারায় তারা। কোন ব্যাটসম্যানই বেশিক্ষণ টিকতে পারেননি। লিটন ৫ নম্বরে নেমে ৪৩ বলে ৩০ ও আফিফ হোসেন ৫৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩২ রান করেন। ৪১.২ ওভারে মাত্র ১৫৬ রান করে গুটিয়ে যায় আবাহনী। তিনটি করে উইকেট নেন মেহেদি হাসান ও নাসির হোসেন। জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারালেও এনামুল হকের ৫৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ এবং নাসিরের ৯২ বলে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ৫৬ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে ৩৬.৪ ওভারে ১৫৭ রান তুলে জয় ছিনিয়ে নেয় গাজী। সর্বশেষ ৭ ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা নাসির ৪৭৭.০০ গড়ে করেছেন ৪৭৭ রান। দুটি উইকেট নেন ভারতের মনন শর্মা। বিকেএসপির চার নম্বর মাঠে তানবির হায়দারের ৮৬ বলে ৩ চারে ৫৮ এবং ইলিয়াস সানির ৭০ বলে ৬ চার ও ১ ছক্কায় করা ৫৭ রানে ভর দিয়ে ৭ উইকটে ২৪২ রান করে শেখ জামাল। পেসার আল আমিন হোসেন ৩টি ও তাইবুর রহমান ২টি উইকেট নেন। জবাবে মেহেদি মারুফের ১৪৩ বলে ১০ চার ও ৪ ছক্কায় করা ১২৭ ও জাকির হাসানের ৫৪ বলে ৩ চার ও ১ ছক্কায় করা ৪৯ রান সহজ জয় পাইয়ে দেয় প্রাইম ব্যাংককে। ৪৮ ওভারে ৫ উইকেটে ২৪৩ রান তোলে তারা।
×