ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেসারদের নিয়েই শোয়েবের বাজি

প্রকাশিত: ০৬:৫৪, ৩ জুন ২০১৭

পেসারদের নিয়েই শোয়েবের বাজি

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ। বিশ্ব ক্রিকেটে আগ্রহের কেন্দ্রে থাকা এ দ্বৈরথ নিয়ে অনেক আগে থেকেই চলছে কথার লড়াই। ভারতীয় গ্রেট সৌরভ গাঙ্গুলী বলেছেন, পাকিস্তান পাত্তাই পাবে না। অন্যদিকে নিজ দলের সম্ভবানা নিয়ে আশাবাদী প্রতিপক্ষ তারকা শহীদ আফ্রিদি। আর সাবেক স্পিডস্টার শোয়েব আকতারের মতে, পাকিস্তানের পেসাররাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। তিনি বলেন, ‘যদি আমরা প্রতি বলে রান করতে পারি কিংবা পুরো ৫০ ওভার বল করে ৪-৫ রান ইকোনমি ধরে রাখতে পারি তাহলেও ভারতকে হারানো সম্ভব। কারণ এবারের টুর্নামেন্টে অন্যসব দলের থেকে পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্ট অনেকটাই এগিয়ে। মোহাম্মদ আমিরের মতো দুর্দান্ত পেসার রয়েছে। অন্য বোলাররাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।’ ভারত অধিনায়ক বিরাট কোহলিকে উদাহরণ টেনে শোয়েব আরও যোগ করেন, ‘হ্যাঁ, পাকিস্তানকে সত্যিই ভাল খেলতে হবে। ব্যাট হাতে ভারতের হয়ে ঠিক কোহলি যেমন খেলে থাকে। অথবা কোহলির থেকে অর্ধেক খেলে দিলেও হবে। আমরাই তাহলে জয় নিয়ে মাঠ ছাড়ব।’ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। যুদ্ধটা এবার ইংল্যান্ডের বার্মিংহামে। ওয়ানডে বিশ্বকাপে এ পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়ে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যানে তিন ম্যাচের দুটিতে জয় আফ্রিদি-শোয়েবদের।
×