ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্রেঞ্চ ওপেনে জয়ের ধারায় ফেবারিটরা

প্রকাশিত: ০৬:৫৪, ৩ জুন ২০১৭

ফ্রেঞ্চ ওপেনে জয়ের ধারায় ফেবারিটরা

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককে সব ফেবারিট তারকাই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন। বৃহস্পতিবার দারুণ জয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন শীর্ষ বাছাই এ্যান্ডি মারে, জন ইসনার, স্টানিসøাস ওয়ারিঙ্কা, ফ্যাবিও ফোগনিনি, রিচার্ড গ্যাসকুয়েট, গায়েল মনফিলস এবং জুয়ান মার্টিন দেল পোত্রোও। তবে দ্বিতীয় রাউন্ড থেকেই হেরে বিদায় নিয়েছেন টমাস বার্দিচ, ডেভিড ফেরার এবং নিক কিরগিওসের মতো তারকারা। পুরুষ এককে শীর্ষ তারকা এ্যান্ডি মারে। কিন্তু সেই হিসেবে ২০১৭ সালের সূচনাটা খুবই বাজে হয়েছে এ ব্রিটিশ তারকার। তবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে বেশ ভালই খেলছেন তিনি। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই প্যারিস ওপেনের তৃতীয় রাউন্ডের টিকেট কেটে ফেলেছেন মারে। তবে বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচটা কিন্তু খুব সহজে জিততে পারেননি তিনি। সেøাভাকিয়ার অবাছাই মার্টিন ক্লিজানের কাছে প্রথম সেটেই হেরে বসেন শীর্ষ বাছাই মারে। পরের তিন সেট জিতে অবশ্য তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন তিনি। মারে এদিন ৬-৭ (৩/৭), ৬-২, ৬-২ এবং ৭-৬ (৭/৩) সেটে হারান মার্টিন ক্লিজানকে। চলতি মৌসুমে এটা মারের ১৮তম জয়। তবে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডেই কঠিন পরীক্ষা মারের। কারণ তার প্রতিপক্ষ জুয়ান মার্টিন দেল পোত্রো। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টাইন তারকা দেল পোত্রো নিকোলাস এ্যালামগ্রোর মুখোমুখি হয়েছিলেন। কিন্তু প্রথম দুই সেট দু’জনেই ভাগাভাগি করে নেন। কিন্তু তৃতীয় সেটেই হাঁটুর ইনজুরিতে পড়েন এ্যালামগ্রো এবং শেষ পর্যন্ত কোর্ট থেকে সরে যেতে বাধ্য হন তিনি। পরের রাউন্ডে জায়গা পেয়ে যান দেল পোত্রো। তবে এ্যালামগ্রোর পাশে বসে সমবেদনা জানাতে মোটেই ভুল করেননি আর্জেন্টাইন তারকা। কারণটা অবশ্য অনেকেরই জানা। চোটের সঙ্গে লড়াই করা যে দেল পোত্রোরও নিয়মিত স্বভাব। তাই ইনজুরির আঘাত তারচেয়ে আর ভাল কে জানেন? ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে শুক্রবার পর্যন্ত বড় কোন অঘটন দেখেনি টেনিস বিশ্বে। দেল পোত্রো, এ্যান্ডি মারে ছাড়াও টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন অনেকেই। তাদের মধ্যে স্টানিসøাস ওয়ারিঙ্কা, নোভাক জোকোভিচ এবং রাফায়েল নাদাল অন্যতম। ২০১৫ সালের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের ওয়ারিঙ্কা এদিন ৬-৪, ৭-৬ এবং ৭-৫ সেটে হারান ইউক্রেনের আলেক্সান্দর দোলগোপোলভকে। এছাড়া জন ইসনার পাওলো লোরেঞ্জিকে, ফ্যাবিও ফোগনিনি আন্দ্রেস সিপ্পিকে, রিচার্ড গ্যাসকুয়েট ভিক্টর বারগোসকে এবং গায়েল মনফিলস পরাজিত করেন থিয়াগো মন্টিরোকে।
×