ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়ের স্বপ্নে বিভোর রোনাল্ডো

প্রকাশিত: ০৬:৫৩, ৩ জুন ২০১৭

জয়ের স্বপ্নে বিভোর রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ ঘনিয়ে এসেছে সেই কাক্সিক্ষত সময়। আজ মধ্যরাতে হবে কাক্সিক্ষত মহারণ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে লড়বে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। কার্ডিফের ফাইনাল ঘিরে এখন বুদ পুরো ফুটবলবিশ্ব। এই ফাইনাল জিতে ইতিহাসের অংশ হতে চায় দু’দলই। তবে রিয়াল জিতলে সেটা হবে বিশ্বরেকর্ড। কেননা চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে কোন দলেরই টানা দুই বছর ট্রফি জয়ের দৃষ্টান্ত নেই। রিয়াল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও আশাবাদ ব্যক্ত করেছেন শিরোপা জয়ের। এই ম্যাচে রিয়ালের একাদশে ফিরতে পারেন চোট কাটিয়ে ওঠা ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল। এবারের ফাইনালে বিরল এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন রোনাল্ডো। জুভেন্টাসের বিরুদ্ধে গোল করলে ইউরোপ সেরার তিন ফাইনালে গোল করার রেকর্ড গড়বেন তিনি। সদ্য সমাপ্ত স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের পর দারুণ আত্মবিশ্বাসী রিয়াল। কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোর হ্যাটট্রিকে বেয়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল রিয়াল। এরপর সেমিতেও নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করেছে রোনাল্ডোর হ্যাটট্রিকেই। এ সবই মাদ্রিদ জায়ান্টকে ১২তম ইউরোপিয়ান শিরোপা জয়ে আত্মবিশ^াসী করে তুলেছে। শিরোপা জিততে আশাবাদী দলের প্রধান তারকা রোনাল্ডো। এক সাক্ষাতকারে পর্তুগীজ তারকা বলেন, ফাইনালে সবাই খুব নার্ভাস থাকবে। কিন্তু আমি ফাইনাল নিয়ে খুব একটা ভাবতে চাই না। খুব বেুশ চিন্তা না করে আমাদের নিজেদের প্রমাণে মনোযোগী হতে হবে। তারা দারুণ দল কিন্তু আমরাও কমনা। আমার মনে হচ্ছে দারুণ একটা ম্যাচ খেলে শিরোপাটা আমরাই জিতব। ২০১৬ সালের জানুয়ারিতে মাদ্রিদে যোগ দেয়ার পর এ পর্যন্ত চারটি শিরোপা জয় করা কোচ জিনেদিন জিদানের প্রশংসা করে রোনাল্ডো বলেছেন, এবারের মৌসুমে সব খেলোয়াড়ই মাঠে নামার সুযোগ পেয়েছে। তারা কোচের বুদ্ধিমান সিদ্ধান্তেই মাঠে নেমেছে। গত কয়েক মৌসুমের তুলনায় এবার আমি বেশি ফিট অনুভব করছি। আশা করছি শেষ ম্যাচটাও ভালভাবেই কাটাতে পারব। ফাইনালে যে দল গোলের সুযোগ কাজে লাগাবে তারাই জয়ী হবে। আমরা লীগে শিরোপা জিতে অনেকটাই স্বস্তিতে আছি। এখন ডাবল শিরোপার দিকে চোখ সকলের, তাছাড়া চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা ধরে রাখারও ইতিহাস হবে। এদিকে ফাইনালের জন্য নিজেকে পুরো ফিট প্রমাণ করেছেন গ্যারেথ বেল। গত ২৩ এপ্রিল বার্সিলোনার বিরুদ্ধে এল ক্লাসিকোর পর থেকে কাফ ইনজুরিতে পড়া এই ওয়েলসম্যান বিশ্রামে আছেন। তবে জুভেন্টাসের বিরুদ্ধে ফাইনালের জন্য নিজেকে ফিট প্রমাণ করেছেন। ২৭ বছর বয়সী বেল নিজ দেশে ফাইনালে মূল একাদশে খেলার ব্যাপারে দারুণ আত্মবিশ^াসী। আত্মবিশ্বাসী বেল বলেন, আমি দারুণ অনুভব করছি। পুরোপুরি সুস্থ হয়ে উঠে এখন আমি মাঠে নামতে প্রস্তুত। আমার পুনর্বাসন ভালই হয়েছে। ফাইনালের জন্য নিজেকে ফিট করে তুলতে দারুণ কষ্ট করেছি। ফাইনালে খেলতে না পারাটা হতাশার হবে। সাম্প্রতিক সময়ে বেলের অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়া ইস্কো দারুণ ফর্মে আছেন। যদিও রোনাল্ডো ও বেনজামার পাশাপাশি ইস্কো ও বেল জুটিকেও দেখতে পাওয়ার ইঙ্গিত এর আগেও দিয়েছেন কোচ জিদান।
×